এ কোন রূপ অক্ষয়ের , ভয়ঙ্কর চেহারায় হতবাক নেটিজেনরা

Published : Apr 25, 2020, 07:51 PM IST

গোটা বিশ্ব জুড়ে করোনার ত্রাস। সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী।  যত দিন যাচ্ছে মৃত্যুমিছিল যেন ত্রমশ বাড়ছে। ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই গৃহবন্দি। করোনা আতঙ্কে ইতিমধ্যেই সমস্ত  পরিষেবা বন্ধ হয়েছে। নতুন ছবি মুক্তিও আপাতত স্থগিত রাখা হয়েছে। লকডাউনেরও মধ্যে সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। বলিউডের আক্কির আপকামিং ছবি 'লক্ষ্মী বোমা'খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। সম্পূর্ণ ভিন্ন রূপে  ছবিতে ধরা দিয়েছেন অভিনেতা। যা দেখে চোখ কপালে উঠেছেন। একনজরে দেখে নিন 'ভয়ঙ্কর চেহারা'র একঝলক।

PREV
110
এ কোন রূপ অক্ষয়ের , ভয়ঙ্কর চেহারায় হতবাক নেটিজেনরা

'লক্ষ্মী বোমা' ছবিতে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নজর কেড়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার।

210


ছবিতে পুরো অন্য লুকে নজর কেড়েছেন অক্ষয়। লাল শাড়ি, কপালে বড় লাল টিপ, হাতে লাল চুড়ি, গলায় মঙ্গলসূত্র পরে ভয়ঙ্কর লুকে নজর কেড়েছেন অক্ষয়। 

310

এই প্রথম এরকম লুকে নজর কাড়লেন আক্কি। এর আগে এমন লুকে কখনও দেখা যায়নি অভিনেতাকে।

410


ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে কিয়ারা আদবানিকে দেখা যাবে।  এছাড়াও তুষার কাপুর, অশ্বিনী কালসেকর, শারদ কেলকার, সহ আরও অভিনেতাদের দেখা যাবে। ছবির প্রযোজকও অক্ষয় কুমার, তুষার কাপুর, এবং ব্যাজ এক্স।

510

লকডাউনের জেরে ছবি মুক্তি পিছিয়ে গেলে অক্ষয় কুমারের 'লক্ষ্মী বোমা' ছবিটি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ।

610

ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে কিয়ারা আদবানিকে দেখা যাবে।  এছাড়াও তুষার কাপুর, অশ্বিনী কালসেকর, শারদ কেলকার, সহ আরও অভিনেতাদের দেখা যাবে। ছবির প্রযোজকও অক্ষয় কুমার, তুষার কাপুর, এবং ব্যাজ এক্স।

710

সুপারহিট তামিল হরর ছবি মুনি ২:কাঞ্চনার রিমেক এই 'লক্ষ্মী বোমা' ছবিটি। দীর্ঘদিন ধরে এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ফ্যানেরা। অবশেষে সেই অপেক্ষা শেষ হতে চলেছে।  

810

আগামী ৫ জুন ছবিটি সমস্ত প্রেক্ষাগৃহে আসতে চলেছে। কিন্তু করোনার জেরে  ডিজিটাল প্ল্যাটফর্মে ছবিটি দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনও তারিখ প্রকাশ্যে আসেনি।

910

সূত্র থেকে জানা গেছে রাঘব লরেন্সের এই ছবি ডিজনি প্লাস হটস্টারে মুক্তির জন্য আলোচনার পর্যায়ে রয়েছে।

1010

ছবির শ্যুটিং ইতিমধ্যেইশেষ হয়েছে। আরও জানানো হয়েছে লকডাউনের জেরে এখনও পর্যন্ত ছবির পোস্ট প্রোডাকশনের কাজ বন্ধ রয়েছে।

click me!

Recommended Stories