এলাহি এই রিসোর্ট বিস্তর জায়গা নিয়ে তৈরি করা। রয়েছে টেন্টের স্বাদ। রাজস্থানের ফ্লেভার। যা এক কথায় নজর কাড়তে বাধ্য সকলের।
এই রিসর্টে এসেই থেকেছিলেন কেটি পেরি ও রাসেল। সেলেবদের নজরে থাকা এই টেন্ট রিসর্ট এক কথায় এক স্বর্গীয় আমেজ দেয়।
বর্ষবরণে দুই পরিবার এক। একদিকে মহেশ পরিবার অন্য দিকে কাপুর পরিবার, সকলে মিলেই বর্তমানে ছুটির মেজাজে গা ভাসিয়েছে।
প্রহর গুণছে ভক্তরা। এই দুই সেলেব কবে ছাতনা তলায় বসবেন! সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন রণবীর।
জানিয়েছেন সুখবর মিলবে ২০২১-এই। তাঁর কাছে পরম প্রাপ্তী তাঁর প্রেমিকা। রণবীরের কথায় আলিয়ার মধ্য বহু গুণ রয়েছে।
এমন কী রণবীর স্পষ্ট করেই বলে থাকে তাঁর থেকে শতগুণে ভালো অভিনয় করে থাকেন আলিয়া ভাট।
তাই রণবীরের কাছে শ্রেষ্ঠ পাওয়ার মধ্য অন্যতম হল আলিয়া। তিনি এই সম্পর্ক নিয়ে গর্ব বোধ করেন।
Jayita Chandra