লকডাউনে লিভ-ইন করছেন রণবীর আলিয়া, জোর জল্পনা নেটদুনিয়ায়

Published : Mar 30, 2020, 01:59 PM ISTUpdated : Mar 30, 2020, 02:11 PM IST

রণবীর কাপুর ও আলিয়া ভাট বলিপাড়ার কাপলদের মধ্য সবথেকে বেশি চর্চিত। সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই তাদের বিচ্ছেদ নিয়ে  জল্পনা চলেই আসছে। এমনকী আলিয়ার সঙ্গে রণবীরের বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে চলছে বিয়ের তোরজোড়। তার মধ্যেই ব্রেক আপের খবর। আপাতত এই খবরে উত্তাল  ছিল সোশ্যাল মিডিয়া। সম্প্রতি ফাঁস হয়ে গেল তাদের লিভ-ইনের খবর। হোম কোয়ারেন্টাইনে  দুজনেই একসঙ্গে লিভ-ইন করছেন বলে সূত্র থেকে জানা গেছে। এই করোনায় নাকি তাদের ফের একসঙ্গে আরও কাছাকাছি এনে দিয়েছে। দেখে নিন আলিয়া-রণবীর লিভ-ইনের কিছু উষ্ণ মুহূর্তের ছবি।

PREV
111
লকডাউনে লিভ-ইন করছেন রণবীর আলিয়া, জোর জল্পনা নেটদুনিয়ায়
করোনা আতঙ্কে সকল তারকাই এখন গৃহবন্দি। আর এই করোনা আতঙ্কেই আরও কাছাকাছি চলে এসেছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর।
211
বিচ্ছেদের গুজব উড়িয়ে দিয়েই নতুন খবরে মজেছে নেটদুনিয়া।
311
সম্প্রতি একটি ভিডিওতেই তার আরও কাছাকাছি দেখা গেছে।
411
গোটা ২১ দিন ধরে ঘরবন্দি রয়েছেন সকলেই। সূত্র থেকে শোনা গেছে নতুন বাড়িতে দুজনেই একান্ত মুহূর্তের সময় কাটাতে ব্যস্ত রয়েছেন।
511
বেশ কয়েকটি ইনস্টা পোস্ট দেখেই তাদের লিভ-ইনের বিষয়টি যেন আরও জোড়ালো হয়েছে।
611
ভিডিওটিতে রণবীর ও আলিয়ার সঙ্গে রণবীরের কুকুর লায়োনেলকেও দেখা গেছে।
711
লকডাউনের মধ্যেই আলিয়া রণবীরের কুকুর ও বিড়ালের ছবি পোস্ট করেছন। ফলে সবাই কি একসঙ্গে থাকছেন, এই নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে সকলের মনে।
811
যদিও রণবীর ও আলিয়াকে এই বিষয় নিয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি।
911
লকডাউনের মধ্যেও শরীর নিয়ে সচেতন দুজনেই। শারীরিক নিয়মচর্চা থেকে একদিনও নিজেদের বাদ রাখছেন না একাধিক সেলেবরা।
1011
সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। এই পরিস্থিতিতে বাঁচার একটাই রাস্তা হোম আইসোলেশন।
1111
করোনা থেকে নিজেকে আটকাতে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং একা থাকাই সবথেকে বেস্ট অপশন। নিয়ম মেনে তারাও সেটায় বজায় রেখেছেন।
click me!

Recommended Stories