তারিখ পে তারিখ নিয়েও জল্পনার শেষ নেই। প্রতিমুহুর্তেই যেন বিয়ের দিনক্ষণ বদলে যাচ্ছে রণবীর-আলিয়ার। আদৌ বিয়ের পিঁড়িতে বসছেন তো, এই প্রশ্নও উঠে আসছে আনাচে-কানাচে। ১৩-১৪-১৭ এপ্রিল নিয়ে জল্পনার শেষ নেই। এবার শোনা যাচ্ছে এই তিনদিনের কোনওটাতেই বসছে না রালিয়া জুটির বিয়ের আসর। সূত্র বলছে বাঙালি নববর্ষের দিনই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। একাধিক তারিখ নিয়ে জোর জল্পনা চলছে বলিউডের অন্দরে। এবার শোনা যাচ্ছে বৈশাখের প্রথম রাতে রণবীরের গলায় মালা দিতে চলেছেন আলিয়া ভাট। তবে কি শুধুই বৈশাখী, বাঙালি নববর্ষের ছোঁয়াও থাকছে বলি তারকাদের বিয়ের লগ্নে। ১৫ এপ্রিল রাতেই গাটছড়া বাঁধতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট।
রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন বলিপাড়ার টক অফ দ্য টাউন। বিয়ের জল্পনা যেন চলেই আসছে। সাজগোজ থেকে খাওয়া-দাওয়া সবতেই বিস্তর চর্চা । চেম্বুরে কাপুর ফ্যামিলির পৈতৃক ঐতিহ্যবাহী আর কে বাংলোতেই নাকি বিয়ের আসর বসার কথা ছিল। তবে এখন আবার শোনা যাচ্ছে বান্দ্রার বাস্তু-তে বসতে চলেছে রাজকীয় বিয়ে।
210
রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। বলিউডের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া জুটি। সূত্রের খবর, আগামী ১৩ এপ্রিল থেকে রণবীর ও আলিয়ার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান শুরু হবে।
310
তারিখ পে তারিখ নিয়েও জল্পনার শেষ নেই। প্রতিমুহুর্তেই যেন বিয়ের দিনক্ষণ বদলে যাচ্ছে রণবীর-আলিয়ার। আদৌ বিয়ের পিঁড়িতে বসছেন তো, এই প্রশ্নও উঠে আসছে আনাচে-কানাচে। ১৩-১৪-১৭ এপ্রিল নিয়ে জল্পনার শেষ নেই। এবার শোনা যাচ্ছে এই তিনদিনের কোনওটাতেই বসছে না রালিয়া জুটির বিয়ের আসর।
410
সূত্র বলছে বাঙালি নববর্ষের দিনই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। একাধিক তারিখ নিয়ে জোর জল্পনা চলছে বলিউডের অন্দরে। এবার শোনা যাচ্ছে বৈশাখের প্রথম রাতে রণবীরের গলায় মালা দিতে চলেছেন আলিয়া ভাট। বাঙালি নববর্ষের ছোঁয়াও থাকছে বলি তারকাদের বিয়ের লগ্নে। ১৫ এপ্রিল রাতেই গাটছড়া বাঁধতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট।
510
বিয়ে নিয়ে এত ধোঁয়াশা এর আগে কারোরই হয়েছে বলে মনে হচ্ছে না। তবে শুরু থেকেই একের পর এক তারিখ প্রকাশ্যে এসেছে। কিন্তু কোনওটাতেই চারহাত এক হয়নি রালিয়া জুটি। কবে এক হবে আলিয়া ও রণবীর সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছেন সকলে।
610
অন্যদিকে আলিয়ার দাদু ও দিদা, যাদের বয়স ৯০ ছাড়িয়েছে তাদের ইচ্ছা ছোট নাতনিকে নববধূ হিসেবে দেখার। তাদের ইচ্ছাপূরণ করার জন্যই নাকি এই বিয়ের তারিখে রদবদল করা হয়েছে। ডিসেম্বরের বদলে সোজা এপ্রিলে নিয়ে আসা হয়েছে।
710
গত কয়েকদিন ধরেই আলিয়া ও রণবীরের বিয়ের তারিখ নিয়ে তাদের পরিবারের লোকেরাই বিভ্রান্তির সৃষ্টি করেছিলেন। আলিয়া ভাটের কাকা রবিন ভাট জানিয়েছিলেন, ১৪ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর ও আলিয়া ভাট। আগামী ১৩ এপ্রিল থেকে রণবীর ও আলিয়ার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান শুরু হবে। সূত্র বলছে ১৩ এপ্রিল রণবীরের নামে মেহেন্দি পরবেন আলিয়া ভাট। এবং তারপরের দিন ১৪ এপ্রিল হলদি সেরেমনি অনুষ্ঠিত হবে। কিন্তু এখন শোনা যাচ্ছে ১৫ এপ্রিল গাটছড়া বাঁধবেন রালিয়া জুটি।
সূত্র থেকে জানা গেছে, দুপুর ২-৩ টের মধ্যে রওনাল দেবে আলিয়ার বারাত। সন্ধ্যা পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই রণবীরে বাড়ি সাজানোর ঝলক প্রকাশ্যে এসেছে। বাড়ির বাইরের অংশ ঢাকা রয়েছে, কিন্তু ভিতরে যে আলোর রোশনাই দিয়ে সাজানো হচ্ছে সেই ছবি স্পষ্ট ধরা পড়েছে।
1010
সূত্রের খবর, ৪৫০ জন অতিথি উপস্থিত থাকছেন রণবীর ও আলিয়ার বিয়ের অনুষ্ঠানে। ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। রণবীরের বান্দ্রার বাস্তু-র সম্ভবত সাত তলায় বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মাত্র ৫০ জন অতিথি নিয়েই সম্পন্ন হবে বিবাহ অনুষ্ঠান।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।