কেন বারবার পিছিয়ে যাচ্ছে তাদের বিয়ে, এই প্রসঙ্গে জ্যোতিষ আচার্য বিনোদ কুমার জানিয়েছেন, আলিয়ার কুষ্ঠিতেই দোষ রয়েছ। যার কারণেই তাদের বিয়ে বারংবার পিছিয়ে যাচ্ছে। এবার রণবীর-আলিয়ার বিয়ের আগে ফাঁস হল ট্যারট কার্ডের ভবিষ্যদ্বাণী, কী রয়েছে রণবীর-আলিয়ার ভাগ্যে, কেমন হবে বিবাহিত জীবন -এই সব কিছুই প্রকাশ্যে এল।