'রণবীর- আলিয়ার বিয়ে অনেক আগেই হয়ে গেছে', মা নীতুর মন্তব্যে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন বলিপাড়ার টক অফ দ্য টাউন। বিয়ের জল্পনা যেন চলেই আসছে। তারিখ পে তারিখ নিয়েও জল্পনার শেষ নেই। সাজগোজ থেকে খাওয়া-দাওয়া সবতেই বিস্তর চর্চা। হাজারো জল্পনার মধ্যে শনিবার হাটে হাঁড়ি ভাঙলেন আলিয়া ভাটের কাকা রবিন ভাট। তিনি জানালেন ১৪ এপ্রিল  বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর ও আলিয়া ভাট। আগামী ১৩ এপ্রিল থেকে রণবীর ও আলিয়ার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান শুরু হবে। সূত্র বলছে ১৩ এপ্রিল রণবীরের নামে মেহেন্দি পরবেন আলিয়া ভাট। এবং তারপরের দিন ১৪ এপ্রিল হলদি সেরেমনি অনুষ্ঠিত হবে। জোরকদমে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাজকীয় বিয়ের সাক্ষী কবে হতে চলেছে বলিউড, এই দিকেই আপতত তাকিয়ে রয়েছে সকলেই। এর মধ্যেই ছেলের বিয়ের প্রশ্ন করতেই নীতু কাপুর ফাঁস করে দিলেন গোপন কথা, যা শোনা মাত্রই হাসির রোল উঠেছে।

Riya Das | Published : Apr 10, 2022 8:39 AM
19
'রণবীর- আলিয়ার বিয়ে অনেক আগেই হয়ে গেছে', মা নীতুর মন্তব্যে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। বলিউডের অন্দরমহলে কান পাতলেই রণবীর-আলিয়ার বিয়ের কথা শোনা যাচ্ছে। চেম্বুরে কাপুর ফ্যামিলির ঐতিহ্যবাহী বাড়িতেই বসছে বিয়ের আসর। সেখানেই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া জুটি (Alia Bhatt and Ranbir Kapoor Wedding)। 

29


সূত্রের খবর, আগামী ১৩ এপ্রিল থেকে রণবীর ও আলিয়ার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান শুরু হবে। সূত্র বলছে ১৩ এপ্রিল রণবীরের নামে মেহেন্দি পরবেন আলিয়া ভাট। এবং তারপরের দিন ১৪ এপ্রিল হলদি সেরেমনি অনুষ্ঠিত হবে। জোরকদমে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাজকীয় বিয়ের সাক্ষী কবে হতে চলেছে বলিউড, এই দিকেই আপতত তাকিয়ে রয়েছে সকলেই (Alia Bhatt and Ranbir Kapoor Wedding) । 

39

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন বলিপাড়ার টক অফ দ্য টাউন। বিয়ের জল্পনা যেন চলেই আসছে। তারিখ পে তারিখ নিয়েও জল্পনার শেষ নেই। সাজগোজ থেকে খাওয়া-দাওয়া সবতেই বিস্তর চর্চা। হাজারো জল্পনার মধ্যে শনিবার হাটে হাঁড়ি ভাঙলেন আলিয়া ভাটের কাকা রবিন ভাট। তিনি জানালেন ১৪ এপ্রিল  বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর ও আলিয়া ভাট (Alia Bhatt and Ranbir Kapoor Wedding)।

49


রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কাপুর পরিবারের কেউই। শুক্রবার রাতে এক ইভেন্টে হাজির হয়েছিলেন রণবীর কাপুরের মা নীতু কাপুর। সেখানেই ছেলের বিয়ের প্রশ্ন করতেই নীতু কাপুর ফাঁস করে দিলেন গোপন কথা, যা শোনা মাত্রই হাসির রোল উঠেছে (Alia Bhatt and Ranbir Kapoor Wedding)।

59

নীতুকে দেখা  মাত্রই ঘিরে ধরেন পাপারাৎজিরা। তারপরই শুরু হয় প্রশ্নের পালা। রণবীরের বিয়ে নিয়ে প্রশ্ন করতেই নীতু কাপুর যেন আকাশ থেকে পড়ে যাওয়ার ভান করেন, আর বলেন, কার বিয়ে? তবে পাপারাৎজিরাও ছাড়ার পাত্র নন তারাও বলতে থাকেন বিয়ের তারিখটা আমাদের বলে দিন (Alia Bhatt and Ranbir Kapoor Wedding)।
 

69

পাপারাৎজিদের প্রশ্নে রীতিমতো নাজেহাল হয়ে গিয়ে নীতু বলেন, ভগবানই জানেন ওদের বিয়ের তারিখ। আমি জানি না।  বিয়ের তারিখ বারবার জানতে চাওয়ায় নীতু একপ্রকার সকলকে চুপ করিয়ে বলে দেন, আরে ওদের বিয়ে হয়ে গেছে (Alia Bhatt and Ranbir Kapoor Wedding)।

79

এর আগেও এক প্রমোশ্যনাল ইভেন্টে যোগ দিয়েছিলেন নীতু কাপুর (Neetu Kapoor)। ভ্যানিটি ভ্যান থেকে  স্টুডিওতে ঢোকার আগেই পাপারাৎজিরা ঘিরে ধরেন নীতু কাপুরকে।  নীতু কাপুরকে রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নের উত্তরে নীতু কাপুর যা প্রতিক্রিয়া দিয়েছেন, তা নেটদুনিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে (Alia Bhatt and Ranbir Kapoor Wedding)।

89

এর আগেও এক প্রমোশ্যনাল ইভেন্টে যোগ দিয়েছিলেন নীতু কাপুর (Neetu Kapoor)। ভ্যানিটি ভ্যান থেকে  স্টুডিওতে ঢোকার আগেই পাপারাৎজিরা ঘিরে ধরেন নীতু কাপুরকে।  নীতু কাপুরকে রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নের উত্তরে নীতু কাপুর যা প্রতিক্রিয়া দিয়েছেন, তা নেটদুনিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে (Alia Bhatt and Ranbir Kapoor Wedding)।

99

দুজনের বয়সের ফারাক প্রায় ১১ বছর।  বেশ কিছুদিন লুকিয়ে প্রেম করার পর ২০২১ সালে  দিওয়লির পর নিজেদের সম্পর্কের কথা ফাঁস করেন রণবীর কাপুর (Ranbir kapoor) ও আলিয়া ভাট ( Alia Bhatt)। তবে বিয়ের জল্পনা শোনা গেলেও ঠিক কবে বিয়ের পিঁড়িতে বসছেন তা জানা যাচ্ছে না (Alia Bhatt and Ranbir Kapoor Wedding)। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos