করোনার কোপে রণবীর-আলিয়ার বিয়ে, পরিস্থিতির দিকে তাকিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে দুই পরিবার

Published : Aug 27, 2020, 09:03 AM ISTUpdated : Aug 27, 2020, 09:47 AM IST

রণঁবীর কাপুর ওআলিয়া ভাটের সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা তুঙ্গে। আলিয়ার আগেও রণবীরের জীবনে বহু সুন্দরীর আনাগোনা ছিল অফুরাণ। কিন্তু বন্তমানে আলিয়াতেই প্রেমলীলায় ইতি টেনেছেন তিনি। ফলে সকলেই এখন অপেক্ষায় কবে বাজবে বিয়ের সানাই। কিন্তু এমন পরিস্থিতিতে কী মনে করছে দুই পরিবার... 

PREV
19
করোনার কোপে রণবীর-আলিয়ার বিয়ে, পরিস্থিতির দিকে তাকিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে দুই পরিবার

ঋষি কাপুরের মতে বিয়ের এটাই সঠিক সময়, তাই রণবীর কাপুরের বিয়ে দেখে যেতে চেয়েছিলেন অভিনেতা। কিন্তু আর হয়ে ওঠেনি। 

29

কিন্তু ২০১৯-এর শেষ থেকেই দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে একাধিকবার সাক্ষাৎ ও আলোচনার কথা সামনে উঠে আসে।

39

প্রকাশ্যে এসেছিল চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই দুই তারকা। লকডাউনের আগে নাকি চলছিল পুরো দমে শপিং। 

49

কিন্তু সেই আয়োজন আপাতত স্থগিত। রণবীর কাপুর ও আলিয়ার বিয়ে নিয়ে আপাতত এতোগে নারাজ দুই পরিবার। করোনার পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। 

59

তাই পাবলিক গ্যাদারিং নয়, বিয়ে হচ্ছে না চলতি বছরেই। এমন খবর আগেও শোনা গিয়েছে। তবে ঘনিষ্ট সূত্রে খবর, এবার আলোচনা করে স্থির সিদ্ধান্ত নিয়েছে দুই পরিবার। 

69

২০১৯ সালের শুরুতেই নাকি বিয়ে, ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায় কার্ড। বিয়ে ভুঁয়ো ছবিও ছড়িয়ে পড়েছিল নেট পাড়ায়।

79

কিন্তু বিয়ে নিয়ে কখনও মুখ খোলেননি তাঁরা। রিল লাইফের এই জুটি বর্তমানে রয়েছেন লিভইনেই। তাই বিয়ে নিয়ে একাধিকবার উঠে আসছে জল্পনা। 

89

কাপুর পরিবারের বিয়ে, ফলে জাকজমকে কোনও খামতি রাখতে চায় না পরিবার। সেই কথা মাথায় রেখেই এবার বিয়ের ভেনু পাল্টে ফেলা হল। 

99

চলতি বছর ডিসেম্বরেই বিয়ে, এমনই কথা শোনা গিয়েছিল, কিন্তু এবার আর তা হচ্ছে না। ফলে ভক্তদের অপেক্ষায় থাকতে হবে ২০২১ সাল পর্যন্ত। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরেই বিয়ে।  
 

click me!

Recommended Stories