জোরকদমে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাজকীয় বিয়ের সাক্ষী কবে হতে চলেছে বলিউড, এই দিকেই আপতত তাকিয়ে রয়েছে সকলেই। এর মধ্যেই বিয়ের আগে ফাঁস হল আলিয়ার নতুন তথ্য, যা নিয়ে গুঞ্জন তুঙ্গে। বিয়ের পর কাপুর নাকি ভাট, কোন পরিচয় নিজেকে পরিচয় দেবেন আলিয়া ভাট, তা নিয়ে জল্পনা শুরু (Alia Bhatt and Ranbir Kapoor Wedding)।