Published : Feb 20, 2020, 12:28 PM ISTUpdated : Feb 20, 2020, 12:29 PM IST
রিয়েল লাইফের জুটিকে কবে ছাতনা তলায় দেখা যাবে এই প্রশ্নই এখন বি-টাউনে যত্র তত্র শোনা যাচ্ছে। বিয়ে নিয়ে এই মজার পর্ব বেজায় উপভোগ করছেন আলিয়া ভাট। কবে তিনি রণবীরের গলায় দেবেন মালা! একের পর এক মাস তারিখ সামনে উঠে আসছে, কয়েকদিন পর আবারও তা পরিবর্তন হয়ে যাচ্ছে, বিষয়টা বেশ উপভোগ করছেন মহেশ কন্যা।