জন্মদিনেই কি বিয়ের দিন ঘোষণা করলেন রণবীর-আলিয়া, কেকের নম্বরেই বাড়ছে জল্পনা

মাদকচক্রে নাজেহাল গোটা বলিউড, এর পাশাপাশি চলছে এনসিবি-র জেরা। ঠিক সেই সময়েই ৩৮-শে পা দিয়ে বলিউডের চকোলেট হিরো রণবীর কাপুর। বলিপাড়ার কাপলদের মধ্য সবথেকে বেশি চর্চিত রণবীর কাপুর ও আলিয়া ভাট। সম্প্রতি জন্মদিনের আলোর রোশনাইতে ছবিতে পোজ দিয়েছেন রণবীর কাপুর। ছবির মূল আকর্ষণই হল 'হ্যাপি বার্থডে ৮'। ভালবাসার ইমোজি দিয়ে পোস্ট করেছেন আলিয়া। হ্যাপি বার্থডে-তো সকলেরই জানা, কিন্তু এই ৮ সংখ্যা  কি, এই নিয়ে ক্রমশ বাড়ছে জল্পনা। তবে কি এই ৮ সংখ্যার মধ্যেই লুকিয়ে রয়েছে তাদের সিক্রেট, জানুন বিশদে।
 

Riya Das | Published : Sep 29, 2020 9:59 AM / Updated: Sep 29 2020, 10:02 AM IST
110
জন্মদিনেই কি বিয়ের দিন ঘোষণা করলেন রণবীর-আলিয়া, কেকের নম্বরেই বাড়ছে জল্পনা

 রাজকীয় বিয়ের সাক্ষী কবে হতে চলেছে বলিউড, এই দিকেই আপতত তাকিয়ে রয়েছে সকলেই। কবে তারা গাটছড়া বাঁধবেন এই প্রশ্নই এখন বলিমহলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। 

210

সম্প্রতি ফের শিরোনামে বলিপাড়ার এই লাভ বার্ডস। প্রেমিকের জন্মদিন বলে কথা স্পেশ্যাল কিছু তো থাকতেই হবে।

310

পুরো নিজের স্টাইলে অন্যভাবে জন্মদিন উদযাপন করলেন আলিয়া-রণবীর।

410

আলিয়া ভাট নিজের ইনস্টাগ্রামে রণবীর একটি ছবি শেয়ার করেছেন যেখানে কেকের সামনে হাসি মুখে পোজ দিতে দেখা গেছে রণবীরকে।

510

ছবির থেকেও সকলের নজর আলিয়া ছবির ক্যাপশনে। 'হ্যাপি বার্থডে ৮' বলে বার্থডে উইশ করেছেন আলিয়া।

610

কিন্তু এই ৮ সংখ্যার মানে কি, বন্ধুতের ৮ বছর নাকি বিয়ের ডেট, কী বোঝাতে চেয়েছেন আলিয়া, এই পোস্ট নিয়েই বাড়ছে জল্পনা।

710

রণবীরের জন্মদিনে আলিয়ার এই পোস্ট নেটদুনিয়ায় ভাইরাল। মুহূর্তের মধ্যে লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। 

810

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ২০২০ সালের শেষদিকেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই হট কাপল।  কবে আসবে সেই মাহেন্দ্রক্ষণ , সেদিকেই তাকিয়ে সকলেই। 

910

গত বছর থেকেই তাদের বিয়ের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। একের পর ডেট ক্রমশ প্রকাশ্যে এসেছে। কিন্তু কোনও ডেটেই পাকাপাকিভাবে চারহাত এক হয়নি। 

1010

কিছুদিন আগেও তাদের বিয়ের খবরে জানা গিয়েছিল, ভাট এবং কাপুর পরিবারে তাদের বিয়ের তোড়জোড়ও শুরু হয়েছে জোরকদমে। দুই পরিবারের লোকজনও তাদের বিয়ে নিয়ে রীতিমতো আলোচনা শুরু করে দিয়েছেন। ক্যাটারিং থেকে পোশাক ডিজাইন সবই নাকি প্রায় ঠিক হয়ে গেছিল।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos