বক্ষবিভাজিকায় ঝড়, গোয়া বিচে ছুটি কাটাতে গিয়ে ভাইরাল আমিশা, হটপোজে ঘাম ঝড়ছে নেটপাড়ার

কাহো না পেয়ার হ্যায় ছবি দিয়ে বলিউজের সফর শুরু। প্রথম ছবি হৃত্বিকের বিপরীতে। সুপারহিটর তকমা নিয়ে বলিউডে প্রথম পা রেখেছিলেন আমিশা প্যাটেল। কিন্তু কয়েকবছর ঘুরতে না ঘুরতেই বলিউড ভুলতে বসল সেই সিনে স্টারকে। 

Jayita Chandra | Published : Jun 30, 2021 4:08 AM IST
110
বক্ষবিভাজিকায় ঝড়, গোয়া বিচে ছুটি কাটাতে গিয়ে ভাইরাল আমিশা, হটপোজে ঘাম ঝড়ছে নেটপাড়ার

সম্প্রতি গোয়া বিচ থেকে একের পর এক ছবি শেয়ার করেন বলিউড হট ডিভা আমিশা প্যাটেল। 

210

অন্তর্বাস হোক বা খোলামেলা হট পোজ, সাহসী পোজ দিতে যে তিনি সিদ্ধহস্ত তা আর বলার অপেক্ষা রাখে না। 

310

আমিশা প্যাটেল, কাহো না পেয়ার হ্যায় ছবি যাদের কাছে নস্ট্যালজিয়া, তাদের খুব কাছের এক অভিনেত্রী এই বলি ডিভা। 

410

প্রথম ছবিতেই ব্লকবাস্টার, সুপার হিটের তকমা পেয়ে বলিউডে ভাইরাল হয়ে উঠেছিলেন আমিশা প্যাটেল। তারপর একে একে ছবি পাওয়া। 

510

হাতে ছবি আসলেও তা আর সেভাবে হিট হতে দেখা যায় না। যার ফলে ধীরে ধীরে বলিউড থেকে হারিয়ে যেতে থাকেন তিনি। 

610

একটা সময়ের পর বন্ধ হয়ে যায় ছবির প্রস্তাব পাওয়া। কিন্তু লড়াই থামাননি আমিশা প্যাটেল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই টিকে রইলেন ভক্তদের মধ্যে। 

710

একের পর এক হট লুকে ছবি পোস্ট করে থাকেন আমিশা। তা ভাইরাল হয়ে উঠতে খুব একটা বেশি সময় লাগে না। 

810

কখনও বিকিনিতে কখনও আবার মনোকিনিতে। ভক্তদের মধ্যে উষ্ণতার পারদ তুঙ্গে তুলতে সিদ্ধ হস্ত আমিশা এখন বলিউডে ব্রাত্য। 

910

মাঝে মধ্যে তাঁকে ফ্যাশন শোতে পাওয়া গেলে বা কোনও বিজ্ঞাপনে পাওয়া গেলেও বড় পর্দায় দীর্ঘদিন তাঁকে দেখা যায়নি।

1010

কিন্তু ইনস্টা প্রোফাইলে তাঁর ভক্তের সংখ্যা যে কোনও বলিস্টারকে কড়া টক্কর দিতে পারে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos