২,৫ কোটি টাকা জালিয়াতির অভিযোগ, আইনি জোটে হট কুইন আমিশা প্যাটেল

Published : Feb 26, 2021, 03:27 PM IST

বড়সড় আইনি জটে আমিশা প্যাটেল। হাতে নেই ছবি, তাই কথায় কথায় অনেকের সঙ্গেই মাঝে মধ্যে বৈঠক করে থাকেন আমিশা। বলিউডে ঝড়ের বেগে এন্ট্রি নেওয়া এই অভিনেত্রীর কপালে যে এই দুর্ভোগ ছিল, তা তিনি নিজেও বুঝতে পারেননি। 

PREV
111
২,৫ কোটি টাকা জালিয়াতির অভিযোগ, আইনি জোটে হট কুইন আমিশা প্যাটেল

একবার এক ছবির জন্য প্রস্তাব পান আমিশা প্যাটেল। সেই ছবির জন্য তিনি টাকা অগ্রীমও নিয়েছিলেন। 

211

কিন্তু কিছুদিন পর সেই ছবি থেকে সরে গিয়েছিলেন আমিশা। আর ছবি করেননি তিনি। 

311

তখন টাকা যথাযত সময় ফেরত চাইলে বেঁকে বসেন আমিশা। কাহো না পেয়ার হ্যায় ছবি থেকে সফর শুরু। 

411

এরপর বেশ কয়েকটি ছবি করেছিলেন তিনি। কিন্তু বলিউডে সফল হয়ে ওঠা হয়নি তাঁর। 

511

যার ফলে এখন তিনি সোশ্যাল মিডিয়ায় হটস্টার হিসেবেই পরিচিত। ২০১৭ সালে অজয় কুমার সিং-এর সঙ্গে এক পার্টিতে সাক্ষাৎ হয় তাঁর। 

611

সেখানেই তিনি একটি ছবিতে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন আমিশাকে। যার জন্য আড়াই কোটি টাকাও দিয়েছিলেন। 

711

পরবর্তীতে সেই ছবিতে কাজ করতে রাজি হননি আমিশা। তিনি ছবি থেকে সরে গিয়েছিলেন। কিন্তু টাকাটা!

811

সময় মত তা ফেরত চাইলে আমিশা দিতে পারেননি। বরং তাঁর চেক বাউন্স করে। এই নিয়েই এবার আদালতের দারস্ত অজয় কুমার। 

911

ঝাড়খণ্ডের এক আদালতে আমিশার নামে কেস ফাইল করা হয়। সেখানেই মামলার  নিয়ে চলে জোড় তরজা।

1011

আগামী দুই সপ্তাদের মধ্যে দুই পক্ষের স্টেটমেন্ট বিস্তারিতভাবে জমা করার নির্দেশ দিয়েছে কোর্ট। 

1111

নির্বাচনের যাবতীয় খবর পেতে সঙ্গে থাকুন এশিয়া নেট নিউজ বাংলার। 

click me!

Recommended Stories