'লেসবিয়ান' নাকি মালাইকা, চুমু খেতে করিনার গায়ে উঠে এ কী করছেন বলি 'ফ্যাশনিস্তা'

Published : Feb 01, 2021, 03:18 PM IST

সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরার। গতকালই ছোট বোন অমৃতা আরোরার জন্মদিনে বন্ধুদের নিয়ে চুটিয়ে মজা করেছেন ফ্যাশনিস্তা। জন্মদিনে মম টু বি করিনাও নজর কেড়েছিলেন সেক্সি পোশাকে। সকলের সামনে করিনাকে দেখে নিজেকে সামলাতে না পেরে জাপটে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন মালাইকা। কোনওমতে মালাইকার থেকে পালিয়ে বাঁচেন বেবো। হঠাৎ কী হল মালাইকার, ছবি দেখেই আঁতকে উঠেছেন নেটিজেনরা।

PREV
112
'লেসবিয়ান' নাকি মালাইকা, চুমু খেতে করিনার গায়ে উঠে এ  কী করছেন বলি 'ফ্যাশনিস্তা'

 


অমৃতা আরোরার জন্মদিনে গার্লস গ্যাং-এর সঙ্গে চুটিয়ে মজা করেছেন মালাইকা। হাতে ওয়ানের গ্লাস নিয়ে ভাইরাল গার্লস গ্যাং।

212

 বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা এবার ফ্যাশনে নয় বরং চুমু খেলে ভাইরাল হয়েছেন নেটদুনিয়ায়।

312

বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকে। জন্মদিনে 'মম টু বি' করিনাও নজর কেড়েছিলেন 'সেক্সি' পোশাকে। 

412

 করিনাকে দেখে নিজেকে সামলাতে না পেরে সকলের সামনে জাপটে চুমু খাওয়ার চেষ্টাও করেছিলেন মালাইকা। কোনওমতে মালাইকার থেকে পালিয়ে বাঁচেন বেবো। 

512

মালাইকার এই ছবি দেখেই রীতিমতো আঁতকে উঠেছেন নেটিজেনরা। হঠাৎ কী হল মালাইকার এই প্রশ্নই তুলেছেন নেটিজেনরা।

612

তবে কি 'লেসবিয়ান' হয়ে গেলেন সেক্সবম্ব মালাইকা। নেটিজেনরা মালাইকার চুমু খাওয়াকে ভাল চোখে দেখেননি। নেটিজেনদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে মালাইকাকে।

712

জন্মদিনে অমৃতার আরোরার পোশাকটি মনীষ মলহোত্রার ডিজাইন করা ছিল। পার্টিতে গার্লস গ্যাং -এর মধ্যে নজর কেড়েছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীষ মলহোত্রা।

812

গর্ভবতী করিনারও সেক্সি পোজে দিয়েছেন। কানে বড় দুল, ঠোঁটে গাঢ় লিপস্টিকে গর্জিয়াস মম টু বি যেন সকলের চেয়ে আলাদা।

912


জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন মালাইকার প্রেমিক অর্জুন কাপুরও। গার্লস গ্যাংয়ের মধ্যে নজর না কাড়লেও মালাইকার সঙ্গে একান্তে দেখা দিয়েছে তাকে।

1012

কালো পোশাক, কালো টুপি, কালো মাস্ক পরে নিজেকে 'ম্যান ইন ব্ল্যাক' লুকে মুড়ে রেখেছিলেন অর্জুন কাপুর।

1112


মালাইকার ছেলে আরহানকেও মাসির জন্মদিনে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। 

1212

মালাইকার মা বাবা অর্থাৎ আরহান দাদু-দিদাকে নিয়ে জন্মদিনে উপস্থিত হয়েছিলেন।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories