ছেলের সামনে 'অশালীন' পোশাক, বেরিয়ে আসছে বক্ষের একাংশ, কুমন্তব্যের শিকার এমি

মায়ের থাকা উচিত জড্সে কোড। সঠিক ড্রেস কোড। যা সন্তানদের মনে কোনও খারাপ প্রভাব ফেলবে না। একেবারে ঢাকা ঢুকা পোশাক পরাই উচিত মহিলাদের। বিশেষত মায়েদের। এমনও এমনই চিন্তাধারা নিয়ে বাঁচছেন বিশ্বের একাধিক মানুষ। সেই মানুষের সংখ্যা নিঃসন্দেহে বেশ অনেকখানি। যার জেরে মা ও ছেলের আবেগঘন মুহূর্তকেও কুনজরে দেখতে পারে মানুষ। এমি জ্যাকসন, বলিউড এবং দক্ষিণী ছবিতে দাপিয়ে কাজ করেছেন এক সময়। 
 

Adrika Das | Published : Sep 19, 2020 3:31 PM
110
ছেলের সামনে 'অশালীন' পোশাক, বেরিয়ে আসছে বক্ষের একাংশ, কুমন্তব্যের শিকার এমি

এখন তিনি ব্রেকেই রয়েছেন। বিয়ে এবং ছেলে হওয়ার পর বিনোদন জগতকে পাকাপাকিভাবেই বিদায় জানিয়েছেন। 

210

এমনটাই মনে করছে তাঁর ভক্তরা। তবুও কিঞ্চিৎ আশা থেকেই যায় ভক্তদের মনে তাঁর বলিউডে ফেরার।

310

সম্প্রতি ছেলে অ্যান্দিয়াসের বয়স এক বছর পূর্ণ হতেই ছবি শেয়ার করেছিলেন এমি। 

410

যেখানে ছেলেকে কোলে তার কেকের সামনে দাড়িয়ে এমি। সাধারণ মানুষের পক্ষে কেকটির দিকে তাকানোই স্বাভাবিক। 

510

জঙ্গল, ট্রিহাউজের মত করে বানানো হয়েছে অ্যান্দ্রিয়াসের জন্মেদিনের থ্রি স্টেকের কেক। 

610

সেইদিকে নজর না গিয়ে কিছু মানুষের নজর গিয়েছে এমির পোশাকে। কেন প্রায় উন্মুক্ত বক্ষের পোশাক পরেছেন তিনি। 

710

ছেলের সামনে এমন পোশাক পরলে তার উপর খারাপ প্রভাব পড়তে পারে। মরাল পুলিসিং শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

810

এমির পোশাকটি হল্টার নেক। বক্ষের পাশের দিকগুলিও বেরিয়ে আসছে অনেকখানিই। 

910

তাতেই একেবারে রে রে করে উঠল নেটিজেনরা। মা কেন ছেলের সামনে অশ্লীল পোশাক পরবে, প্রশ্ন তুলল তারা। 

1010

যদিও একাধিক নেটিজেনরা এই মন্তব্যগুলির বিরোধিতা করে লিখেছে, পোশাক খারাপ হয় না, মানুষের মানসিকতা খারাপ হয়।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos