কাকে খালি গায়ে দেখে ফিদা অনন্যা, এবার সম্পর্ক নিয়ে কোন গোপন তথ্য ফাঁস অনন্যার

বলিউড স্টানিং ডিভা অনন্যা পান্ডে, সবে মাত্র পা রেখেছেন সিনে দুনিয়ায়। স্টারকিডের তকমা থাকলেও নিজের অভিনয়গুণে সকলের মন জয় করেছেন তিনি। সেই স্টানিং ডিভার মনেই এবার প্রেমের ছোঁয়া। কার সঙ্গে গোপনে বাড়ছে সম্পর্ক। 

Jayita Chandra | Published : Jun 25, 2021 7:41 AM IST
110
কাকে খালি গায়ে দেখে ফিদা অনন্যা, এবার সম্পর্ক নিয়ে কোন গোপন তথ্য ফাঁস অনন্যার

অনন্যা পান্ডে, বলিউডডে কয়েকটি ছবি করেই তিনি সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে প্রেম যে জীবনে এতো তারাতারি উঁকি দেবে তা কে জানত। 

210

কয়েকটা দিন যেতে না যেতেই কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অনন্যা! উত্তরটা অনেকেরই জানা। 

310

অনন্যার জীবন জুড়ে রয়েছে এখন ইশান খট্টর। তাঁর সঙ্গে সিনেমা করার সময়ই সম্পর্কের শুরু। 

410
510

কয়েকদিনের মধ্যেই তাঁদের মধ্যে থাকাসম্পর্কের খবর ছড়িয়ে পড়ে  নেট দুনিয়ায়। 

610

তারই মাঝে গুঞ্জণ উষ্কে দিয়ে দুজনে পারি দিয়েছিলেন মলদ্বীপে। সেখান থেকে একের পর এক ছবিও শেয়ার করেন। 

710

তবে এখানেই ইতি নয়। এবার প্রকাশ্যে ইশানকে নিয়ে মন্তব্য ককরেন অনন্যা। 

810

জানান, তিনি সারাদিন ইশ্নারে প্রফাইলে চোখ রেখেই বসে থাকেন। উপদেশও দেন। 

910

শার্ট খোলা অবস্থায় একাধিক ছবি দিতে। কারণ ইশানকে এই পোজেই সব থেকে বেশি ভালো লাগে। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। 

1010

গোপন প্রেমেই কি তবে শিলমোহর দিলেন এবার অনন্যা! প্রশ্ন এখন এইখানেই। 

 

Share this Photo Gallery
click me!

Latest Videos