রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি নিয়ে পেজ থ্রির পাতা সবসময়েই সরগরম। বলিউডের সঙ্গে তার যেন গভীর সম্পর্ক ছিল। প্রাক্তন বিশ্বসুন্দরীরাও তার কোটি কোটি সম্পত্তির লোভে সম্পর্কে জড়িয়েছিলেন। এমনকী বলি নায়িকা টিনা মুনিমকেও পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও শেষমেষ বিয়ে করেছিলেন অনিল আম্বানি। কিন্তু তাতেও মেলেনি সুরাহা। একাধিক সম্পর্কে জড়িয়ে বারংবার ঝড়ের মুখোমুখি হতে হয়েছে অনিলকে। এমনকী ভাঙতে বসেছিল টিনা-অনিলের সংসারও।
একের পর এক অভিনেতার সঙ্গে নাম জড়ানোর পর রিল্যায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই খবর ছড়িয়ে পড়ে গোটা ইন্ডাস্ট্রিতে। অবশেষে ঐশ্বর্য যখন এই খবর জানতে পেরেছিলেন, প্রচন্ড রেগে গিয়েছিলেন অভিনেত্রী।
211
বলিউডে পা রাখার পর হাম দিল দে চুকে সানাম, তাল, দেবদাস, মহব্বতে, একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া। সমস্ত পরিচালক-প্রযোজকরাই তাদের ছবিতে কাস্ট করতে চাইছিলেন ঐশ্বর্যকে।
311
সমস্ত গুজব উড়িয়ে ঐশ্বর্য বলেছিলেন, গুজব বন্ধ করো। ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই প্রকাশ্যে আলোচনা করেন না অভিনেত্রী। কিন্তু এই ভুয়ো খবরে নিজেকে ঠিক রাখতে না পেরে মুখ খুলেছিলেন।
411
শুধু ঐশ্বর্যই নয়, মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গেও অনিলের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল গোটা বি-টাউনে।
511
এমনকী সুস্মিতা সেনের সঙ্গে বহুমূল্য হিরের আংটিও কিনেছিলেন অনিল। তবে অনিল-সুস্মিতার সেই সম্পর্ক বেশিদূর এগোয়নি। তবে এর পিছনের কারণও জানা যায়নি।
611
সুস্মিতার পর প্রীতি জিন্টার সঙ্গে অনিলের নাম শোনা যায়। তবে সবটাই গুঞ্জন।
711
সঞ্জয় দত্তের একসময়কার প্রেমিকা টিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনিল।
811
কিন্তু টিনাকে বিয়ের পর একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন অনিল।
911
ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, অনিলকে ডিভোর্স দিতে রাজি ছিলেননা টিনা।
1011
শেষমেষ সমস্ত বাধা পেরিয়ে স্থায়ী হয় অনিল-টিনার সম্পর্ক।
1111
শেষ পর্যন্ত স্বামীর পাশে শক্ত হয়েই হাল ধরেছেন টিনা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।