ভাগ্যের দোহাই নয়, 'নিজের ভবিষ্যত নিজেই লেখা', রিয়ার গ্রেফতারিতে সরব অঙ্কিতা

Published : Sep 09, 2020, 08:14 AM IST

সত্যের জয় হোক, এমনটাই চেয়ে এসেছিলেন অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুতের পরিবার, এমনটাই চেয়ে দীর্ঘ আন্দোলন জারি রেখেছে নেটপাড়া। দোষী শাস্তি পাক, এভাবে চলে যাওয়ার মানুষ সুশান্ত নন। মুহূর্তে গর্জে ওঠা নেটপাড়া সুশান্তের দুই প্রেমিকার বচসার সাক্ষী থেকেছে। প্রাক্তন না বর্তমান, সুশান্ত কার, তা নিয়ে চলা তর্জায় বারং বার অঙ্কিতা জানিয়েছিলেন সুশান্তে মৃত্যুর তদন্তের প্রয়োজন, তাঁর ভেঙে পড়ার ছবিও উঠে এসেছিল, কখনও কড়া টক্কর, কখনও আর সুশান্তের আত্মার শান্তি কামনায় পোস্ট, অবশেষে গ্রেফতার রিয়া, কী বললেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা... 

PREV
19
ভাগ্যের দোহাই নয়, 'নিজের ভবিষ্যত নিজেই লেখা', রিয়ার গ্রেফতারিতে সরব অঙ্কিতা


সত্যি ঠিক কে বলছে, কার কাছে সুশান্তের মৃত্যুর খবর বেশি যন্ত্রণাদায়ক, কেই বা সুশান্তের বিধবা, খোলা নেটপাড়ায় এমনই একাধিক বিতর্কে জড়িয়েছে অঙ্কিতা ও রিয়ার নাম। 

29

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে মুখ খুলেছিলেন রিয়া চক্রবর্তী। সেখানেই একের পর এক মন্তব্য করে সকলের নজর কেড়েছিলেন সুশান্তের প্রেমিকা। প্রশ্ন তুলেছিলেন অঙ্কিতাকে নিয়ে। 

39

অঙ্কিতার প্রেমিক আছে, তবে তিনি ঠিক কীভাবে সুশান্তের বিধবা হলেন! কীভাবে তাঁকেই নেটদুনিয়া এত সহানুভুতি দেখাচ্ছে!

49

সুশান্তের প্রেমিকা আমি নিজে দাবি করেছিলেন রিয়া। যদিও প্রথম থেকেই রিয়ার প্রতি কোনও আস্থাই ছিল না পরিবার ও অঙ্কিতার। 

59

একাধিক মন্তব্য তা সাফ হয়ে ওঠার পর সত্যের সন্ধান্তে সিবিআইকে নামানোর অনুরোধ করেছিলেন সকলেই। সেই তালিকাতে নাম লিখিয়েছিলেন খোদ রিয়াও। 

69

এথচ কেঁচো খুঁরতে বেরিয়ে গেল কেউটে। ছিল সুশান্ত মৃত্যু রহস্য, বর্তমানে তা বড় মোড় নিয়ে বেড়িয়ে এল রিয়া চক্রবর্তীর অন্য এক রূপ। 

79

মাদক চক্র যোগ, তা থেকে অর্থ উপার্জন, সুশান্তের জন্য মারিজুয়ানা কেনা, অবশেষে গ্রেফতার রিয়ার।

89

এতো সবে প্রাথমিক ধাপ, জল ঘোলা হবে আরও, এমনটাই মত নেট পাড়ার এক অংশের। এমনই সময় খবর পেয়ে মুখ খুললেন অঙ্কিতা। 

99

লিখলেন, ভাগ্য কিংবা কপালের জোরে কিছু হয় না। মানুষ নিজেই নিজের ভবিষ্যত লেখে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories