Published : Jul 22, 2020, 09:02 PM ISTUpdated : Jul 22, 2020, 09:04 PM IST
কঙ্গনা রনাওয়াত বনাম তাপসী পান্নু এবং স্বরা ভাস্করের বিষয়টি এখন সংবাদ শিরোনামে। তাপসী এবং স্বরাকে বি-গ্রেড অভিনেত্রী বলে মন্তব্য করেছেন কঙ্গনা। যার পর থেকে টুইটারে চলছে সাংঘাতিক লড়াই। অন্যবারের মত তাপসী এবারে এড়িয়ে যাননি কঙ্গনার মন্তব্য উল্টে ঘুরে জবাব দিয়েছেন তিনি। স্বরাও একই রকম ভাবে বিরোধিতা করেছেন কঙ্গনার মন্তব্যের। তাঁদের সমর্থনে দাঁড়িয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহাও। সম্প্রতি কঙ্গনার ব্যবহারে ক্ষুব্ধ হয়েছে পরিচালক অনুরাগ কাশ্যপও। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই ফের গোটা বলিউডকে একহাত নিয়ে চলেছেন কঙ্গনা।
এবার তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মন্তব্য করে বসলেন অনুরাগ কাশ্যপ। এক সময় যথেষ্ট ভাল বন্ধুত্ব ছিল তাঁদের। সেই ভাল বান্ধবীর বিরুদ্ধেই মন্তব্য করে বসলেন তিনি।
29
অনুরাগ জানিয়েছেন, "এই নতুন কঙ্গনাকে আমি চিনতেই পারছি না। ওকে অনেকেই নিজেদের লাভে ব্যবহার করছে সেটা ও বুঝতেই পারছে না।"
39
সম্প্রতি কঙ্গনার এক বিস্ফোরক সাক্ষাৎকারের জেরেই এমন মন্তব্য করেছেন অনুরাগ। তাতেই বেজায় চটেছেন কঙ্গনা ভক্তরা। তাদের কথায়, অনুরাগের জ্ঞান বিতরণ করার কোনও অধিকার নেই।
49
তাদের কথায়, "অনুরাগ কাশ্যপ মন্তব্য করে কীকরে। কঙ্গনাকে ব্যবহার কেউ করেনি। উনি নিজের বুদ্ধিতেই সমস্ত কথা বলছে। বলিউডের মুখোশ টেনে খুলছেন তিনি।"
59
"আপনার এতে মন্তব্য না করাই মঙ্গল। নিজের দুই প্রাক্তন স্ত্রীকে সামলাতে পারেননি, আপনি আবার কঙ্গনা বিরুদ্ধে মন্তব্য করেন কীকরে।"
69
এই প্রসঙ্গ তুলেই এখন ট্রোল করা হচ্ছে পরিচালককে। পরিচালক অবশ্য এর জবাবে টুইটারে লিখেছেন, "মহিলাদেরকে সামলাতে হয় না। তারা নিজেই নিজেদের সামলাতে সক্ষম।"
79
"এমনকি তোমায় ও তোমার গোটা পরিবারকেও মহিলারা সামলাতে সক্ষম। যখন সমস্যা বড় রূপ নিয়েছে তখন চলে গিয়েছে। আমি বেঁধে রাখব এমন তো ভাবিনি।"
89
অনুরাগের মন্তব্যে কঙ্গনার টিমও জবাব দিয়েছে। "অনুরাগ হলেন ছোট মহেশ ভাট। যে বলিউড মাফিয়াকে বাঁচিয়ে চলছে। উপর মহল থেকে পরামর্শ পেয়েই এসব কাজ করছে।"
99
অনুরাগ কাশ্যপ সলমন খানকে ভয় করে চলেন। এই দাবিও করেছে সাইবারবাসীরা। তাদের আরও দাবি, অনুরাগের ভাই যেখানে সলমনের পরিবারের বিরুদ্ধে কথা বললেন, সেখানে অনুরাগ ভয় পেয়ে পিছিয়ে গেলেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।