২০১৩ সালে অনুষ্কা ও তাঁর ভাই যৌথ উদ্যোগে শুরু করেন ক্লিন স্লেট ফিল্মস (Clean Slate Filmz)। ‘এনএইচ১০’, ‘পরী’, ছবি দুটি প্রযোজনা করেছে সংস্থাটি। তাছাড়া, নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘বুলবুল’ ও অ্যামাজম প্রাইমে ‘পাতাললোক’ এই সংস্থারই প্রযোজনা। তারপরও কেন অনুষ্কার প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়াল তা নিয়ে প্রশ্ন উঠেছিল সকলের মনে।