মনোক্রমে অনুষ্কার বেবি বাম্প, মনে করিয়ে দিল শুভশ্রীর 'মম টু বি'র মুহূর্ত

অনুষ্কা শর্মা বিরাট কোহলির সবকিছুই যেন রূপকথার মত। তাঁদের প্রেমকাহিনি থেকে শুরু করে বিয়ে সমস্তই ভক্তদের কাছে স্বপ্নের মত। সেই রূপকথা থেকে এখন তাঁদের নতুন পথচলা। দুই থেকে এবার তিন হতে চলেছেন খুব শীঘ্রই। হঠাৎ বিয়ে করে যেমন চমকে দিয়েছিলেন বিরুষ্কা তেমনই আসন্ন সন্তানের খবর দিয়ে চমক দিয়েছেন তাঁরা। প্রথম সন্তানের আসার আগেই চলছে বিভিন্ন প্রস্তুতি। এই মুহূর্তগুলিই আনন্দে ভরে উঠছেন অনুষ্কা। বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন অনুষ্কা। অন্তঃসত্ত্বা অবস্থায় স্যুইমিং পুলে ডুব দিতে প্রস্তুত তিনি। 

Adrika Das | Published : Oct 4, 2020 9:25 PM
110
মনোক্রমে অনুষ্কার বেবি বাম্প, মনে করিয়ে দিল শুভশ্রীর 'মম টু বি'র মুহূর্ত

কালো রঙের স্যুইমওয়ার পরে জলে নেমেছিলেন তিনি। এই সময় নিজেই নিজেকে প্যাম্পার করতে ব্যস্ত অনুষ্কা।

210

এবার নিজের মনোক্রম ফিল্টার দেওয়া ছবি পোস্ট করলেন অনুষ্কা। চুল উড়ছে হালকা হাওয়ায়।

310

সাদা কালো ছবিতে ফুটে উঠছে অনুষ্কার প্রেগনেন্সির গ্ল্যামার। এবার অবশ্য আউট অফ ফোকাসে বেবি বাম্প। 

410

তাঁর এই মোনোক্রমে মন ভরেছে ভক্তদের। তবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ভক্তদের ফিরিয়ে নিয়ে গিয়েছে থ্রোব্যাকে। 

510

শুভশ্রীর যে সময় অন্তঃসত্ত্বা ছিলেন সেই সময় সাদা কালো পোশাক পরে তিনি কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। 

610

বেবি বাম্প নিয়ে সেই সাদা কালো ছবিগুলি তিনি পোস্ট করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়ায়। 

710

সেই সাদা কালো ছবির মতই মোনোক্রমে মাতলেন এবার অনুষ্কা। শুভশ্রীর ইউভানকে জন্ম দিতেই আনন্দে আত্মহারা ছিল ভক্তরা।

810

এবার অনুষ্কার মা হওয়ার জন্য অপেক্ষা করছে তাঁর এবং বিরাট কোহলির অনুরাগীরা। 

910

অনুষ্কার এবং বিরাট গত ২৭ অগাস্ট জানান এই সুখবর। অনুষ্কার বেবি বাম্প দেখেই অবাক সকলে। 

1010

আগামী বছর জানুয়ারি নাগার ডেলিভারির ডেট রয়েছেন অনুষ্কার। সেই অপেক্ষার প্রহরই গুনছে সকল ভক্তরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos