Published : Jul 04, 2020, 05:20 PM ISTUpdated : Jul 04, 2020, 05:26 PM IST
বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমার সলমনকে নিয়ে চর্চা সবসময়েই চলে আসছে। ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন। সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে ঐশ্বর্য, ক্যাটরিনা, জ্যাকলিন, ইউলিয়া সহ বি-টাউনের তাবড় তাবড় অভিনেত্রীরা তার প্রেমে হাবুডুবু খেয়েছেন। লাভ লাইভ নিয়ে চর্চা হলেও সলমনের গোপন রহস্য অনেকেরই অজানা। এমন দুটো কাজ যা নাকি একমাসও না করে থাকতে পারেন না সলমন, জানলে অবাক হবেন।