'সেক্স ও ওয়ার্কআউট' সলমনের চাই-ই চাই, গোপন সত্য ফাঁসের পর কী করেছিলেন ভাইজান

বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমার সলমনকে নিয়ে চর্চা সবসময়েই চলে আসছে। ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন। সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে ঐশ্বর্য, ক্যাটরিনা, জ্যাকলিন, ইউলিয়া সহ বি-টাউনের তাবড় তাবড় অভিনেত্রীরা তার প্রেমে হাবুডুবু খেয়েছেন। লাভ লাইভ নিয়ে চর্চা হলেও সলমনের গোপন রহস্য  অনেকেরই অজানা। এমন দুটো কাজ যা নাকি একমাসও না করে থাকতে পারেন না সলমন, জানলে অবাক হবেন।    

Riya Das | Published : Jul 4, 2020 11:50 AM IST / Updated: Jul 04 2020, 05:26 PM IST
112
'সেক্স ও ওয়ার্কআউট' সলমনের চাই-ই চাই, গোপন সত্য ফাঁসের পর কী করেছিলেন ভাইজান

একাধিক অভিনেত্রীদের সঙ্গেই নাম জড়িয়েছে সলমন-এর।  রিল নয়, বরং রিয়েল লাইফেও অনেকের সঙ্গেই ঘনিষ্ঠ ছিলেন সলমন।

212


সম্প্রতি একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সলমনের। যেখানে তার গোপন তথ্য উঠে এসেছে।

312


বরাবরই খবরের শিরোনামে থাকেন ভাইজান। বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক থেকে বিচ্ছেদ নিয়ে আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে সলমন।

412

তবে প্রেম ছাড়াও তার সুঠাম চেহারার জন্য সবসময়েই চর্চায় থাকেন সলমন। ফিটনেসপ্রেমী ভাইজানের এই চেহারার জন্য কম পরিশ্রমও করতে হয় না অভিনেতাকে।

512

কিন্তু এই চেহারা ও প্রেমই যে তাকে সকলের সামনে অস্বস্তিতে ফেলতে পারে তা কোনওদিনই টের পাইনি সলমন।

612

কফি উইথ করণ-এর সিজন ৫ -এ দুই ভাইয়ের সঙ্গে এসেছিলেন সলমন খান। সেখানে এসেই তার জীবনের গোপন সত্য ফাঁস করে দেন তার ভাই।

712

রিয়্যালিটি শো চলাকালীন একটি ব়্যাপিড ফায়ার চলে। সেখানে আরবাজকে করণ জিজ্ঞাসা করে একমাস সেক্স ও ওয়ার্কআউট না করার চ্যালেঞ্জ কে নিতে পারবেন না।
 

812

করণের প্রশ্ন শোনা মাত্রই আরবাজ সঙ্গে সঙ্গেই সলমনের নাম নিয়েছিলেন।

912

ভাইয়ের কথা শুনে হতবাক হয়ে হেসে ফেলেছিলেন সলমন।

1012

তারপর আরবাজকে পাল্টা বলেন, কী উল্টো পাল্টা কথা বলছ।

1112

তারপরেই উঠে আসে সলমনের বিয়ের প্রসঙ্গ। করণ প্রশ্ন করে সলমনের কি এবার বিয়ে করা উচিত। 

1212

প্রশ্ন শুনেই দুই ভাই জানান না। যা শুনে অবাক হয়ে যায় করণ।

Share this Photo Gallery
click me!

Latest Videos