যদিও আগে শোনা গিয়েছিল বলিউডের তারকা জুটি ক্যাটরিনা, দীপিকা কিংবা প্রিয়ঙ্কা চোপড়ার , অথবা ভিক্যাট জুটির মতো ডেস্টিনেশন ওয়েডিং সারবেন না আলিয়া ভাট ও রণবীর কাপুর। সুতরাং ডেস্টিনেশন ওয়েডিংয়ের কোনও পরিকল্পনা নেই (Ranbir kapoor) রণবীর-আলিয়ার ( Alia Bhatt)। তবে এখন শোনা যাচ্ছে সিমলাতেই বিয়ের আসর বসতে চলেছে।