বলিউডের বহু প্রতীক্ষিত বিয়ের আসর নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা তুঙ্গে। এবং সেই তালিকায় রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। চলতি বছরের শুরু থেকেই বিয়ের রেশ যেন থামছেই না। একের পর এক তারকা জুটি বিয়ে করছেন। অন্যদিকে বলিউডের অন্দরমহলে কান পাতলেই রণবীর-আলিয়ার ( Alia Bhatt) বিয়ের খবর শোনা যাচ্ছে। হাইপ্রোফাইল বিয়ের আসরও নাকি বসতে চলেছে খুব শীঘ্রই। বলিউড কাপলদের মধ্যে সর্বদাই নজর কাড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট। রণবীর(Ranbir kapoor) -আলিয়ার বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। তবে ঠিক কবে তারা বিয়ের পিঁড়িতে বসছেন তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে চলতি বছরের এপ্রিল মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই খবর প্রকাশ্যে আসতেই জোর জলঘোলা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
দুজনের বয়সের ফারাক প্রায় ১১ বছর। বেশ কিছুদিন লুকিয়ে প্রেম করার পর ২০২১ সালে দিওয়লির পর নিজেদের সম্পর্কের কথা ফাঁস করেন রণবীর কাপুর (Ranbir kapoor) ও আলিয়া ভাট ( Alia Bhatt)। তবে বিয়ের জল্পনা শোনা গেলেও ঠিক কবে বিয়ের পিঁড়িতে বসছেন তা জানা যাচ্ছে না।
210
বলিউডে বিয়ের সানাই। বলিপাড়ার কাপলদের মধ্য সবথেকে বেশি চর্চিত (Ranbir kapoor) রণবীর কাপুর ও আলিয়া ভাট ( Alia Bhatt)। গত এক বছর থেকেই তাদের বিয়ের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। একের পর ডেট ক্রমশ প্রকাশ্যে এসেছে। কিন্তু কোনও ডেটেই পাকাপাকিভাবে চারহাত এক হয়নি।
310
সূত্র থেকে জানা গেছে, হাইপ্রোফাইল বিয়ের আসরও নাকি শীঘ্রই বসতে চলেছে। বিয়ের ভেন্যু থেকে তারিখ সবটাই রেডি। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, চলতি বছরের এপ্রিল মাসেই সাত পাকে বাঁধা পড়বেন রালিয়া জুটি ( Alia Bhatt)।
410
রণবীর (Ranbir kapoor)-আলিয়ার (Alia Bhatt)বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। সম্প্রতি যে খবর প্রকাশ্যে এসেছে তা শুনে সকলেই খুশি হয়েছেন। এবার শুধু দিন গোনার পালা। ইতিমধ্যেই রণবীর ও আলিয়ার বিয়ের গোপন খবর নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
510
ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, (Ranbir kapoor) রণবীর ও আলিয়ার (Alia Bhatt) বিয়ের জন্য হাইপ্রোফাইল ফোটাগ্রাফার ভাড়া করা হয়েছে। এছাড়াও আরও জানা যাচ্ছে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর ও আলিয়া। বিবাহের জন্যও একটি পাঁচতারা বিলাসবহুল রিসর্টও ভাড়া করা হয়েছে।
610
রণবীর (Ranbir kapoor) ও আলিয়ার ( Alia Bhatt) বিয়ের খবর প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে। সকলেই অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে। শোনা যাচ্ছে সিমলাতেই ২১ ও ২২ তারিখ হাই প্রোফাইল বিয়ের আসর বসতে চলেছে। আপতত রণবীর- আলিয়ার চারহাত এক হওয়ার অপেক্ষাতেই রয়েছেন সকলে।
710
যদিও আগে শোনা গিয়েছিল বলিউডের তারকা জুটি ক্যাটরিনা, দীপিকা কিংবা প্রিয়ঙ্কা চোপড়ার , অথবা ভিক্যাট জুটির মতো ডেস্টিনেশন ওয়েডিং সারবেন না আলিয়া ভাট ও রণবীর কাপুর। সুতরাং ডেস্টিনেশন ওয়েডিংয়ের কোনও পরিকল্পনা নেই (Ranbir kapoor) রণবীর-আলিয়ার ( Alia Bhatt)। তবে এখন শোনা যাচ্ছে সিমলাতেই বিয়ের আসর বসতে চলেছে।
810
সূত্র থেকে আরও জানা গেছে,কাপুরদের অনেক বড় পরিবার। এই বিয়েতে সকলেই উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই কৃষ্ণা রাজ বাংলোতে রেনোভেশনের কাজ চলছে। বিয়ের জাকজমক অনুষ্ঠানে পরিবারের সকলেই আসবেন। সব মিলিয়েই জোর কদমেই শুরু হয়েছে বিয়ের কাজ।আরও শোনা যাচ্ছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে চান তারা। আরও জানা যাচ্ছে, বিয়ের পর যেই ফ্ল্যাটে রণবীর কাপুর (Ranbir kapoor) ও আলিয়া ভাট ( Alia Bhatt) শিফট করবেন সেই ফ্ল্যাটের কাজ এখনও শেষ হয়নি। এবং সেই কারণেই নাকি বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছেন রালিয়া জুটি।
910
রণবীর (Ranbir kapoor) ও আলিয়ার ( Alia Bhatt) ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, দুজনের হাতেই রয়েছে একগুচ্ছ ছবির কাজ। এবং দুজনেরই কমিটমেন্ট এপ্রিলেই শেষ হবে। বিয়ে পিছিয়ে দেওয়ার আরও বড় একটি কারণ হল রণবীর -আলিয়ার আপকামিং ছবি 'ব্রহ্মাস্ত্র'। তারকা এবং ছবির নির্মাতারা বিয়ের আগেই ছবিটি রিলিজ করতে চাইছেন। এই ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে রণবীর-আলিয়াকে।
1010
বিয়ের সাজো সাজো রব বলিউডে। এর মধ্যেই রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। বলিউডের অন্দরমহলে কান পাতলেই (Ranbir kapoor) রণবীর-আলিয়ার ( Alia Bhatt) বিয়ের কথা শোনা যাচ্ছে। ইতিমধ্যেই নাকি বিয়ের তোড়জোড়ও শুরু করে দিয়েছে কাপুর পরিবার। রাজকীয় বিয়ের সাক্ষী কবে হতে চলেছে বলিউড, এই দিকেই আপতত তাকিয়ে রয়েছে সকলেই।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।