শরীরে নেই পোশাক, শার্টলেস ছবি পোস্ট করে মালাইকাকে কিসের ইঙ্গিত দিলেন অর্জুন কাপুর

আবারও খবরের শিরোনামে উঠে এলেন মালাইকা আরোরা (Malaika Arora) ও অর্জুন কাপুর। খুল্লামখুল্লা প্রেমে মজেছেন অর্জুন (Arjun Kapoor) ও মালাইকা। মালাইকা ৪৮ এবং অর্জুন ৩৬। দুজনের বয়সের ফারাক বিস্তর। ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে ৩ বছরের বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন মালাইকা।  প্রকাশ্যে প্রেম জাহির করে এবার সকলের নজর কাড়লেন এই জুটি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অর্জুন কাপুর, যেখানে অভিনেতার বেয়ার বডি নজর কেড়েছে। সুইমিং পুলে শরীর ডুবিয়ে ছবি পোস্ট করেই ভক্তদের পাগল করে দিয়েছেন অর্জুন কাপুর। ছবি পোস্ট করেই ক্ষান্ত হননি অভিনেতা, নিজের পুল টাইমের ছবি পোস্ট করে মালাইকাকে ট্যাগ করেছেন অর্জুন। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। হট অবতারের ছবি পোস্ট করে কী ইঙ্গিত দিলেন অর্জুন, তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।

Riya Das | Published : Mar 9, 2022 7:23 AM IST / Updated: Mar 09 2022, 12:57 PM IST
110
শরীরে নেই পোশাক, শার্টলেস ছবি পোস্ট করে মালাইকাকে কিসের ইঙ্গিত দিলেন অর্জুন কাপুর

ফের খবরের শিরোনামে উঠে এসেছেন মালাইকা ও অর্জুন (Arjun Kapoor) । তবে এবার রোম্যান্টিক পোজের জন্য নয়, বরং খুল্লামখুল্লা প্রেমে মজেছেন অর্জুন ও মালাইকা (Malaika Arora)  । যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়া।

210


মালাইকা ৪৮ এবং অর্জুন ৩৬। দুজনের বয়সের ফারাক বিস্তর। ১২ বছরের ছোট অর্জুনের (Arjun Kapoor)  সঙ্গে ৩ বছরের বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন মালাইকা।  প্রকাশ্যে প্রেম জাহির করে এবার সকলের নজর কাড়লেন এই জুটি।  

310


 সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অর্জুন কাপুর(Arjun Kapoor)   , যেখানে অভিনেতার বেয়ার বডি নজর কেড়েছে। সুইমিং পুলে শরীর ডুবিয়ে ছবি পোস্ট করেই ভক্তদের পাগল করে দিয়েছেন অর্জুন কাপুর।

410

নিজের ছবি পোস্ট করেই ক্ষান্ত হননি অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor)   , নিজের পুল টাইমের ছবি পোস্ট করে মালাইকাকে (Malaika Arora) ট্যাগ করেছেন অর্জুন। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। হট অবতারের ছবি পোস্ট করে কী ইঙ্গিত দিলেন অর্জুন, তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।

510

শরীরে নেই পোশাক। কোমরের নীচের অংশ ডুবে রয়েছে জলের তলায়। শার্টলেস ছবিতে স্পষ্ট চাবুক ফিগার। ছবির ক্যাপশনে মালাইককে (Malaika Arora) ট্যাগ করে অর্জুন (Arjun kapoor)লিখেছেন,  'শেষমেষ আমার পিছন দেখার সুযোগ পেল'। এই ক্যাপশনের সঙ্গে মালাইকাকে ট্যাগ করেছেন অভিনেতা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই পোস্ট।

610

রাখঢাক, লুকোছাপা এখন অতীত। প্রায়শই নিজেদের একান্ত মুহূর্তের সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় দুই তারকাকে। এখানেই শেষ নয়, একে -অপরের ছবিতে ভালবাসা মাখা কমেন্ট করতে দেখা যায় (Arjun Kapoor)   অর্জুন-মালাইকাকে (Malaika Arora)।  

710

অর্জুন-মালাইকার (Malaika Arora) অসমবয়সের প্রেম হলেও তা অনেকের কাছেই  দৃষ্টান্ত। কয়েকদিন আগেই তাদের বিচ্ছেদের খবরে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে সেটা যে নিছকই গুজব তা সোশ্যাল পোস্টেই জানিয়ে দিয়েছিলেন দুজনেই। তাতেও যেন কানাঘুষো কমছিল না। তারপর মুম্বইয়ের রাস্তায় প্রকাশ্যে ধরা দিয়ে গুজব বন্ধ করেছিলেন মালাইকা ও অর্জুন (Arjun Kapoor)  ।

810

 বয়সে ছোট প্রেমিকের সঙ্গে মালাইকার (Malaika Arora) মাখোমাখো সম্পর্ক সকলেরই নজরে। বলি সেক্সিয়েস্ট মালাইকা আরোরার হটনসে কাঁপছে গোটা বি-টাউন। নিজেকে ঢেকে রাখতে নারাজ বলি অভিনেত্রী মালাইকা আরোরা। তা বারেবারে প্রমাণ দিচ্ছেন বলি ফ্যাশনিস্তা।

910

 ৪৮ বছরে তাকলাগানো সুপারহট ফ্যাশন স্টেটমেন্টে  শিরোনামে উঠে আসছেন মালাইকা আরোরা (Malaika Arora) । লাইমলাইটে কীভাবে থাকতে হয় তা মনে হয় মালাইকার থেকে ভাল আর কেউ জানে না। আর এই কারণেই বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেত্রী মালাইকা আরোরা সবসময়েই শিরোনামে রয়েছেন। 

1010

 

মালাইকা আরোরা (Malaika Arora) এবং অর্জুন কাপুর (Arjun Kapoor)   সর্বদাই পেজ থ্রি-র শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করলেও কবে সাতপাকে বাঁধা পড়বেন এই খবরে টিনসেল টাউন সরগরম থাকলে তারা কিন্তু স্পিকটি নট।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos