মুকুল রোহাতগি (Mukul Rohatgi) বম্বে হাইকোর্টে (Bombay High Court) সওয়াল করে বলেন , সংবিধানের ২২ নম্বর ধারা অনেক বেশি গুরুত্বপূর্ণ সিআরপিসি-র ৫০ নম্বর ধারার থেকে। এনসিবি-র গ্রেফতারি পরোয়ানা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কোনও ব্যক্তিকে গ্রেফতার করা হতে পারে না, সঠিক কারণ না জানিয়ে। আরিয়ানের অ্যারেস্ট মেমো-তে অপরাধমূলক ষড়যন্ত্র ছিল না বলেও জানিয়েছেন তিনি।