উঠতি বলি নায়িকার সঙ্গে মাদক নিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলত আরিয়ান, ফাঁস করল NCB

 বর্তমানে বিলাসবহুল বাড়ি-গাড়ি ছেড়ে আর্থার রোড জেলের হাজতের রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটছে আরিয়ানের। শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের আবেদন গতকাল ফের খারিজ করে দেয় আদালত। গত সপ্তাহেও টানা পিছিয়ে গিয়েছে আরিয়ানের জামিনের শুনানি। এরই মধ্যে এনসিবি-র হাতে এল নতুন তথ্য। যা প্রকাশ্যে আসা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে।  

Riya Das | Published : Oct 21, 2021 9:55 AM / Updated: Oct 21 2021, 10:00 AM IST
19
উঠতি বলি নায়িকার সঙ্গে মাদক নিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলত আরিয়ান, ফাঁস করল NCB

শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের আবেদন গতকাল ফের খারিজ করে দেয় আদালত। গত সপ্তাহেও টানা পিছিয়ে গিয়েছে আরিয়ানের জামিনের শুনানি। এরই মধ্যে এনসিবি-র হাতে নতুন তথ্য এল আরিয়ানের হাতে। যা প্রকাশ্যে আসা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে। 

29

সোনার চামচ মুখে নিয়ে জন্মানো শাহরুখ পুত্র আরিয়ানের  রাজকীয় জীবন যেন মুহূর্তে বদলে গেল। ক্রুজ পার্টি যেন জীবনের মোড় ঘুরিয়ে দিল বাদশার বড় ছেলের জীবন। এনসিবি জেরায় একের পর এক নয়া তথ্য উঠে আসছে।

39

আরিয়ান খান সহ বাকি আসামিদের কারাগারের প্রথম তলার ১ নম্বর ব্যারাকে রাখা হয়েছে।  কারাগারের বাকি আসামিদের মতোই থাকতে হবে আরিয়ানদের। প্রতিদিনই চলছে দফায় দফায় জেরা। 

49


সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, বলিউডের এক উঠতি নায়িকার সঙ্গে মাদক নিয়ে হোয়াটসঅ্যাপে কথা হতো আরিয়ানের। এবার সেই চ্যাটের ডিটেলসও আদালতের হাতে তুলে দেওয়া হয়েছে।

59


সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, বলিউডের এক উঠতি নায়িকার সঙ্গে মাদক নিয়ে হোয়াটসঅ্যাপে কথা হতো আরিয়ানের। এবার সেই চ্যাটের ডিটেলসও আদালতের হাতে তুলে দেওয়া হয়েছে।

69


এনসিবি দাবি করছে, মাদক পাচারকারীদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। এমনকী আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে আন্তর্জাতিক যোগও খুঁজে পেয়েছে বলেও দাবি করেছে এনসিবি।

79

 কাউন্সিলিং করা হচ্ছে আরিয়ানের। বিশেষত, প্রথমবার কেউ যদি গ্রেফতার হয়, এবং তার মধ্যে মাদক নেওয়ার কোনও লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদ শেষ হলেই তাকে কাউন্সিলিং করা হয়।

89


কাউন্সিলিংয়ের জন্য এনসিবি কর্তারা কমিউনিটি লিডারস থেকে সমাজের নানা ধরণের লোকেদের সাহায্য নিয়ে থাকেন। যারা কিনা মনোবিজ্ঞানের সঙ্গে যুক্ত। তাদের প্রথম লক্ষ্যই হল মাদক সেবনকারীকে মাদকের নেশা থেকে বার করে আনা।

99

ইতিমধ্যে বেশ কয়েকবার শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের শুনানি খারিজ করে দিয়েছে ম্যাজিস্ট্রেট আদালত।  ২০ অক্টোবর ফের জামিনের আবেদন  খারিজ করে দেয় আদালত।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos