'মার খেয়েছি, তবে ভাগ্যের জোরে কোনও দাগ হয়নি মুখে', সলমনকে নিয়ে বিস্ফোরক ঐশ্বর্য

Published : Mar 01, 2021, 11:02 AM IST

সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ ঠিক কেমন ছিল তা বর্তমানে সকলেরই জানা। প্রেমপর্যায় যাঁরা সকলের নজর কেড়েছিলেন, সেই জুটি সকলের চোখের সামনে একে অন্যের প্রতি কাদা ছুঁড়তে পিছু পা হননি। 

PREV
111
'মার খেয়েছি, তবে ভাগ্যের জোরে কোনও দাগ হয়নি মুখে', সলমনকে নিয়ে বিস্ফোরক ঐশ্বর্য

সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ সকলের চোখে এসে ধরা দিয়েছিল হাম দিল দে চুকে সনম ছবির মধ্যে দিয়ে। 

211

রিয়েল লাইফে প্রেম পর্বের শুরুও ঠিক তখনই। কিন্তু কোথাও গিয়ে যেন ঘটে ছন্দ পতন। 

311

দিন দিন সলমন খান হয়ে উঠছিলেন পজেসিভ। বিশ্বাস হারাচ্ছিলেন ঐশ্বর্যের ওপর থেকে। 

411

প্রতিটা মুহূর্তে তিনি ঐশ্বর্যের পেছন পেছনে ঘুরে বেড়াতেন। এতে সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছিল দুইয়ের। 

511

শুধু সম্পর্কই নয়, ঐশ্বর্যের কথায় তাঁর কেরিয়ারে বিস্তর প্রভাব পড়তে থাকে এই অশান্তি। প্রকাশ্যে গায়ে হাত তুলতে পিছু পা হতেন না তিনি। 

611

এমন কি চলতে চলতে ছবি থেকে বাদ পড়তে হয়েছিল ঐশ্বর্যকে। সকলের সামনেই গায়ে হাত দিয়েছিলেন সলমন। 

711

এই জিনিস মেনে নিতে না পেরেই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ঐশ্বর্য রাই।  এক সাক্ষাৎকারে এই নিয়ে কথাও বলেন তিনি। 

811

জানিয়ে ছিলেন, যে সলমন খান অহরহ তাঁর গায়ে হাত তুলতেন, এটা তাঁর সৌভাগ্য যে কখনও কোথাও দাগ হয়নি। 

911

রাই সুন্দরীর বিশেষ গুণের মধ্যে অন্যতম হল তাঁর রূপ। সলমনের সঙ্গে থাকলে তা হয়তো এতদিন আর আগের মত থাকত না। 

1011

আক্ষেপ প্রকাশ করে জীবনে চরম দিনগুলোর কথা বলতে পিছু পা হননি ঐশ্বর্য। 

1111

নির্বাচনের সকল খবর পেতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার লিঙ্কে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories