ছোট স্তন থেকে হঠাৎই বাস্টি চেহারা, কী এমন বিউটি সিক্রেট রয়েছে আয়েশার কাছে

নব্বইয়ের দশকে মিউজিক ভিডিও নিয়ে দর্শকের মধ্যে এক ভিন্ন উত্তেজনা ছিল। ফাল্গুনি পাঠকের গান মুক্তি পাওয়া মানেই, সেই গানেই স্কুলের কিংবা পাড়ার অনুষ্ঠানে নাচ করা গান করা। মেয়েদের মধ্যে গানগুলির অভিনেতাদের নিয়ে যেমন উন্মাদনা ছিল তেমনই অভিনেত্রীদের নিয়েও পুরুষদের মধ্যে তৈরি হত ইন্টারেস্ট। মেরি চুনার উড় উড় যায়, গানটিতে দেখা যায় আয়েশা টাকিয়াকে। কমপ্ল্যান গার্ল হিসেবে তিনি ছোটবেলায় বেশ জনপ্রিয়তা লাভ করলেও এই গানের ভিডিওতে তাঁকে চিনতে সময় লেগেছিল সকলেরই। আয়েশা টাকিয়া, নামটিও তখন অধিকাংশ দর্শকের কাছে ছিল অজানা। 
 

Adrika Das | Published : Jun 12, 2020 8:47 AM IST / Updated: Jun 12 2020, 02:24 PM IST
114
ছোট স্তন থেকে হঠাৎই বাস্টি চেহারা, কী এমন বিউটি সিক্রেট রয়েছে আয়েশার কাছে

ফাল্গুনি পাঠকের মিউজিক ভিডিওে আয়েশাকে দেখে বহু অল্প বয়সী ছেলেদের চোখ কপালে উঠেছিল।  

214

কেবল ফাল্গুনি পাঠকের মেরি চুনার উড় উড় যায় গানটিতেই নয়, নহি নহি কভি নহি'র রিমিক্সেও অভিনয় করেছিলেন তিনি।

314

সেখানে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল সেই সময়ের মেয়েদের ক্রাশ কিথ সিক্যুয়েরাকে। তবে এই দুটি গানের ভিডিওতে আয়েশাকে যেমন দেখতে ছিল পরবর্তীকালে আর তেমন রইল না।

414

আয়েশার চেহারায় হঠাৎ বদল ঘটল তাঁর ডেবিউ ছবি 'টারজান দ্যা ওয়ান্ডার কার'-এ। 

514

যদিও আয়েশার প্রথম শ্যুট করা ছবি ছিল 'সোচা না থা'। ছবিটির মুক্তি পিছিয়ে যেতে টারজান আগে রিলিজ করে। 

614

সেখানে আয়েশার চেহারায় দর্শক বদল খুঁজে পেল স্তনে। মিউজিক ভিডিওতে আয়েশার স্তনে এমন আকার ছিল না। 

714

হঠাৎ করে কয়েক বছরেই টারজানে তাঁকে এমন বাস্টি চেহারায় দেখে অবাক দর্শকমহল। 

814

টারজান দ্য ওয়ান্ডার কার ছবিতে তাঁকে বেশ ছোট পোশাকেই দেখা গিয়েছে। সে নিয়েও ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।
 

914

অনেকের মতে তাঁর শরীরের এই বদল ঘটিয়েছে প্লাস্টিক সার্জেন। ব্রেস্ট ইমপ্লান্ট করিয়েছেন অভিনেত্রী। 

1014

তবে অভিনেত্রীর ভক্তদের কথায়, চেহারায় সাধারণভাবেই এমন বদল এসেছে। কোনও প্লাস্টিক সার্জারির বিষয়ই নেই এখানে। 

1114

আয়েশা বাস্টি চেহারা নিয়ে তিনি যেমন টক অফ দ্য টাউন হয়ে উঠেছিলেন এক সময়, সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছিল বছর কয়েক আগেই। 

1214

একটি অনুষ্ঠানে পাপারাৎজীর সামনে আসতেই, তিনি যে আয়েশা টাকিয়া, বিশ্বাসই করে উঠতে পারছিলেন না কেউ।

1314

চোখ, নাক, ঠোঁট কিছুই আর আগের মত নেই। তৎক্ষণাৎ চারিদিকে খবর ছেপে গেল, সার্জারি গন রং বলে। 

1414

যদিও আয়েশার কথা, মুখের আদল পাল্টেছে বয়স এবং মেকআপের কারণে, সার্জারি তিনি করাননি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos