বর্তমানে হায়দরাবাদে শ্যুটিংয়ের জন্য ব্যস্ত নয়না। সম্প্রতি সাক্ষাৎকারে জানিয়েছেন, হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান নয় তেমনই মানুষের মনও এক নয়। কেউ প্রশংসা করবেন তো তেউ নিন্দা করবেন, এসব ভাবলে কাজ হবে না। এবং প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই কস্টিউম পরতেই হবে।