হিন্দি ছবিতে বাঙালিবাবু, যে সকল চরিত্রেরা আজও স্মরণীয় পর্দায়

Published : Apr 14, 2020, 12:46 PM IST

বাঙালি নায়ক-নায়িকা-গায়ক-গায়িকাদের আধিপত্য বলিউডে বরাবরই। তারই মধ্যে ছবির চিত্রনাট্যের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিল বেশ কিছু চরিত্র। পর্দায় হলেও, যাঁদের এক ডাকে চেনে সকলেই। এমন কিছু চরিত্রকে ফিরে দেখা।

PREV
19
হিন্দি ছবিতে বাঙালিবাবু, যে সকল চরিত্রেরা আজও স্মরণীয় পর্দায়
বাবুমশাইঃ ১৯৭১ সালে মুক্তি পাওয়া ছবি আনন্দে এই চরিত্র ঝড় তুলেছিল। ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও রাজেশ খান্না। 
29
বিদ্যাপতীঃ পরোশন ছবিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন কিশোর কুমার। মজার এই চরিত্র আজও ইতিহাস। 
39
আনন্দবাবুঃ অমর প্রেম ছবিতে আনন্দ বাবু চরিত্র আজও সকলের স্মৃতিতে উজ্জ্বল। ছবিতে অভিনয় করেছিলেন রাজেশ খান্না। 
49
দেবদাসঃ বাংলা সাহিত্য থেকে নেওয়া এই চরিত্রকে নিয়ে একাধিকবার ছবি তৈরি হয়েছে। তবে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে শাহরুখ খান অভিনীত দেবদাস। 
 
59
সোনাঃ তারা রাম পাম ছবিতে মুখ্যচরিত্র ছিল সোনা। এই চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়। 
69
সাত্যকিঃ কাহানি ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। নাম সাত্যকি। 
 
79
ললিতাঃ বাংলা উপন্যাস থেকে নেওয়া গল্প পরিণীতা। এই ছবিতে মুখ্য চরিত্র ছিল দুই, ললিতা শেখর। ললিতার চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। 
89
পিকুঃ পিকু ছবিতে মুখ্য চরিত্র ছিল পিকু, বাঙালি মেয়ের লুকে ধরা দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। 
99
বব বিশ্বাসঃ বব বিশ্বাস এক জনপ্রিয় চরিত্র এখন বলিউডে। কাহানি ছবিতে তাঁর টুইস্ট ও চরিত্র সকলের মনে দাগ কেটে যায়। ছবিতে অভিনয় করেছিলেন শ্বাসত চট্টোপাধ্যায়।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories