নগ্ন অবস্থায় বাথটবে শুয়ে ছবি পোস্ট ভূমির, উষ্ণতা ছড়াল নেটদুনিয়ায়

Published : Feb 18, 2020, 06:19 PM ISTUpdated : Feb 18, 2020, 06:38 PM IST

বলিউডে ডেবিউ করার প্রথম দিন থেকে বি-টাউনের শিরোনামে রয়েছেন ভূমি পেডনেকর। 'দম লগা কে হাইশা','শুভ মঙ্গল সাবধান','টয়লেট এক প্রেম কথা','বালা','সান্ড কি আঁখ', 'পতি পত্নী অউর ওহ' ছবিতে অভিনয় করে  সিনেমা প্রেমীদের মন কেড়েছেন ভূমি। শুধু অভিনয়ে নয় ফোটোশ্যুটেও নজর কেড়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে সমুদ্রের মাঝখানে বিকিনি লুকে নজর কেড়েছিলেন ভূমি। এবার আর বিকিনি লুকে নয়, সম্পূর্ণ নগ্ন হয়ে বাথটবে শুয়ে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একনজরে দেখে নিন ভূমির উষ্ণ ছবিগুলি। 

PREV
111
নগ্ন অবস্থায় বাথটবে শুয়ে ছবি পোস্ট ভূমির, উষ্ণতা ছড়াল নেটদুনিয়ায়
এবার আর বিকিনি লুকে নয়, সম্পূর্ণ নগ্ন হয়ে বাথটবে শুয়ে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
211
বাথটবের এই ছবি প্রকাশ্যে আসতেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
311
সেলিব্রিটি ফটোগ্রাফার ডাবু রত্নানির ফোটোশ্যুটে নিজেকে উজার করে দিয়েছেন ভূমি।
411
বিখ্যাত ফটোগ্রাফারের এই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
511
এর আগেও সমুদ্রের মাঝখানে বিকিনি লুকে নজর কেড়েছিলেন ভূমি।
611
ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন, জুলাই ২০২০, এছাড়া হ্যাশট্যাগ দিয়ে ডাবু রত্নানি ক্যালেন্ডার।
711
অভিনয়ে ইতিমধ্যেই বলিউডে প্রথম সারিতে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন অভিনেত্রী।
811
সদ্যই ফিল্মফেয়ারে 'সান্ড কি আঁখ' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ভূমি পেডনেকর।
911
'দম লগা কে হাইশা'-এর ভূমি আর আজকের ভূমি যেন সম্পূর্ণ ভিন্ন দুই মানুষ।
1011
শুধু অভিনয়ে নয় ফোটোশ্যুটেও নজর কেড়েছেন অভিনেত্রী।
1111
একের পর এক ছবিতে অভিনয় করে সিনেমা প্রেমীদের মন কেড়েছেন ভূমি।
click me!

Recommended Stories