'আমার শ্লীলতাহানির বিষয় বাবা কিছু জানে না', বিগ বস-এ বিস্ফোরক এজাজ খান

Published : Nov 30, 2020, 10:25 PM IST

বিগ বস ১৪-তে ক্রমশ বাড়ছে হিংসা, ঘৃণা, ঝগড়া। সিদ্ধার্থ শুক্লা, গওহর খান, হিনা খান বিগ বস হাউজের সিনিয়র সেজে আসার সময় সকলের অনুমান ছিল, অতিরিক্ত সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে তাঁরা যাওয়ার পর যেন হাউজমেটসদের মধ্যে সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নতুন সদস্যরা এসে কোনওভাবেই পুরনো সদস্যদের সঙ্গে মিলিমিশে থাকতে পারছে না। এরই মধ্যে পরিস্থিতি খানিক গম্ভীর হল প্রত্যেকের রহস্য ফাঁস হতেই। 

PREV
18
'আমার শ্লীলতাহানির বিষয় বাবা কিছু জানে না', বিগ বস-এ বিস্ফোরক এজাজ খান

বিগ বস-এর দেওয়া নতুন কার্যে ফাঁস হল সকলের রহস্য। একের পর এক সদস্য নিজেরাই নিজেদের রহস্য ফাঁস করলেন। 

28


রুবিনা দিলাইকের কাছে থাকা ইমিউনিটি স্টোনের ছিনিয়ে নেওয়ায়র সুযোগ পেয়েছে সকলে সদস্যরা। 

38

কথায় আছে কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয়। তেমনটাই ঘটল বাকি সদস্যদের ক্ষেত্রে।

48

বিগ বস-এর কথা মত, সকল সদস্যকে সেই ইমিউনিটি স্টোনের বদলে দর্শকের সামনে ফাঁস করতে হবে নিজের জীবনের বড় রহস্য। 

58


যা গুটিকতক মানুষ ছাড়া কেউই জানে না। এই রহস্য ফাঁস করতে গিয়েই অঝরে কেঁদে ফেললেন এজাজ খান। 

68

রহস্য ফাঁস করে যা জানালেন তাতে মাথায় হাত সকলের। ছোটেবলায় হওয়া শ্লীলতাহানি নিয়ে কথা বলেন তিনি। 

78

ছেলেবেলায় হওয়া এই শ্লীলতাহানির বিষয় তাঁর বাবাও কিছু জানেন না। যার কারণে তিনি আরও ভেঙে পড়েন। 

88


এজাজের দুঃখ চোখে জল এনে দিয়েছে কবিতারও। এমনকি দর্শকমহলেও এই বিষয়টি জেনে অবাক হয়েছে।

click me!

Recommended Stories