গোপনাঙ্গের কাছে এ কী লুকিয়ে ফেললেন নিক্কি, 'বিগ বস'-এ চরম অশ্লীলতা, কেঁদে ফেললেন রাহুল

Published : Nov 03, 2020, 09:39 PM IST

বিগ বস-১৪ তে শুরু থেকেই যেন ঝগড়া, মারপিটের, কথা কাটাকাটির রেশ লেগে আছে। এরই মধ্যে নতুন প্রতিযোগী কবিতা কৌশিক এসে সমস্যা সৃষ্টি করেছেন আরও বেশি। কবিতার সঙ্গে এইজাজের কথা কাটাকাটি শুরু হয় উইকেন্ড কা ওয়ারে। সেখানে সলমন খানের সামনেই কবিতা, এইজাজকে নানা কথা শোনাতে থাকেন। সলমন বহুবার কবিতাকে চুপ থাকতে বলার পরও কবিতা চুপ থাকেননি। তারপরই সলমন বিগ বসের মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

PREV
18
গোপনাঙ্গের কাছে এ কী লুকিয়ে ফেললেন নিক্কি, 'বিগ বস'-এ চরম অশ্লীলতা, কেঁদে ফেললেন রাহুল

এই সমস্যা মিটতে না মিটতেই বিগ বস হাউজে ক্রমশ বাড়ল নোংরামি। এবং দায়িত্ব নিয়ে সেই অশ্লীলতা বাড়ালেন নিক্কি তাম্বোলি। 

28

রাহল বৈদ্যের সঙ্গে একটি কার্য চালকালীন জঘন্যতম স্ট্র্যাটেজি দেখিয়ে বিগ বসের অন্যান্য প্রতিযোগীদের নিন্দা কুড়োলেন তিনি।

38

একটি টাস্ক শুরু হতেই প্রথমদিকে সবকিছুই স্বাভাবিক ছিল। হঠাৎই নিক্কি এবং রাহলের মধ্যে শুরু হয় হাতাপাই। 

48

সেই হাতাপাইয়ের জেরে প্রথম ধস্তাধস্তি হলেও পরের দিকে নিক্কি শুরু করেন নিজের টেকনিক। 

58

যে জিনিসটি নিয়ে ধস্তাধস্তি শুরু হয় সেই জিনিসটি নিক্কি নিজের প্যান্টের ভিতর রেখে দেন। 

68

লজ্জায় সকলে মাথা নিচু করে ফেলেন। মহিলা প্রতিযোগীরাই প্রথমে নিক্কির নিন্দা শুরু করে। টাস্ক জেতার জন্য এই নিম্ন মানসিকতা কেন। 

78

নয়না, জ্যাসমিন, পবিত্রা প্রশ্ন করেন নিক্কিকে। রাহুলও বার বার বলতে থাকেন, এমন টেকনিকের শরণাপন্ন হওয়া নিম্ন মানসিকতার প্রয়োজন দেয়। 

88

কথা কাটাকাটি শুরু হতেই রাহুল কেঁদে ফেলেন। নিক্কি অন্যদিকে অনড়। নিজের সিদ্ধান্তকে একেবারেই ভুল মনে করছেন না তিনি।  

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories