Published : May 09, 2020, 06:07 PM ISTUpdated : May 12, 2020, 10:31 PM IST
বিপাশা বসু বলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন। তাঁর পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনেই দর্শকের মধ্যে বিশেষ উত্তেজনা ছড়িয়েছে। কখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে সম্পর্কের গুঞ্জন তো কখনও জন অ্যাব্রাহামের সঙ্গে সম্পর্কে প্রতারণা করার খবর। অন্যদিকে দক্ষিণী অভিনেতা বাহুবলির ভিলেন রানা ডাগ্গুবটির সঙ্গে সিক্রেট ডেটে যাওয়া। এসব নিয়ে চিরকালই হেডলাইনে রাজ করেছেন বিপাশা। টেলি অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের থেকে তাঁর স্বামী করণ সিং গ্রোভারকে একরকম কেড়েই নিয়েছিলেন বিপাশা। সেই নিয়েও বিতর্ক ছিল তুঙ্গে। তবে এ সকল বিতর্কের চেয়ে রাজনীতিবিদ অমর সিংয়ের সঙ্গে বিপাশার কল রেকর্ডিংয়ের সেই কথোপকথন সবচেয়ে বেশি ভাইরাল হয়।