Published : May 09, 2020, 06:07 PM ISTUpdated : May 12, 2020, 10:31 PM IST
বিপাশা বসু বলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন। তাঁর পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনেই দর্শকের মধ্যে বিশেষ উত্তেজনা ছড়িয়েছে। কখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে সম্পর্কের গুঞ্জন তো কখনও জন অ্যাব্রাহামের সঙ্গে সম্পর্কে প্রতারণা করার খবর। অন্যদিকে দক্ষিণী অভিনেতা বাহুবলির ভিলেন রানা ডাগ্গুবটির সঙ্গে সিক্রেট ডেটে যাওয়া। এসব নিয়ে চিরকালই হেডলাইনে রাজ করেছেন বিপাশা। টেলি অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের থেকে তাঁর স্বামী করণ সিং গ্রোভারকে একরকম কেড়েই নিয়েছিলেন বিপাশা। সেই নিয়েও বিতর্ক ছিল তুঙ্গে। তবে এ সকল বিতর্কের চেয়ে রাজনীতিবিদ অমর সিংয়ের সঙ্গে বিপাশার কল রেকর্ডিংয়ের সেই কথোপকথন সবচেয়ে বেশি ভাইরাল হয়।
সাল ২০১১, হঠাৎই টেলিভিশন থেকে শুরু করে খবরের কাগজের পাতায় পাতায় তখন কেবল একটাই নাম। বিপাশা বসু।
210
শিরোনাম জুড়ে তাঁর নাম থাকার কারণ অমর সিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ কথোপকথন।
310
সে সময় জানা যায়, সিবিআইয়ের তরফ থেকে কোনও এক তদন্ত চলাকালীন বিপাশা এবং অমরের সেই ফোন কলেপ রেকর্ডিং ফাঁস করা হয়।
410
যেখানে বিপাশা নিজেই ফোন করেছেন অমরকে। কলের মধ্যে বারবার দেখা করার কথা বলছিলেন বিপাশা।
510
অথচ অমর খানিক দেখা কথাবার্তায় তেমন স্বাচ্ছন্দবোধ করছেন না। বিপাশার বারবার বলায় তিনি তাও বলেন সময় বের করবেন দেখা করার জন্য।
610
তারপরই অমর সিংয়ের করা সেই বিস্ফোরক মন্তব্য। বিপাশাকে তিনি জিজ্ঞেস করছেন, তুমি আমার মত বয়স্ক মানুষকে মনে রেখেছ, সেটা দেখে ভাল লাগল।
710
অন্যদিকে বলছেন, আমি তোমায় সবসময় মনে রাখি। আর বয়স আমার কাছে কখনই গুরুত্ব পায় না।
810
তারপরই অমর বলে ওঠেন, পায়ের ফাঁকে বয়স গুরুত্ব পায়। যা শুনে অট্টোহাসি হেসে উঠলেন বিপাশা।
910
পরে অবশ্য জানা যায়, এই কল রেকর্ডিংটি আসলে ভুঁয়ো। অমর সিংয়ের রাজনৈতিক কেরিয়ারে বাধা আনার জন্যই অনুরাগ সিং নামক এক ব্যক্তি এই কাজ করেন।
1010
তদন্তের পর জানা যায়, কল রেকর্ডিংটি বেআইনি ভাবে ফাঁস করা এবং মর্ফ করা হয়েছে। অরুন জেটলির সঙ্গে এমন কাজ করতে গিয়ে ধরা পড়ে অনুরাগ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।