সঠিক গাইডলাইন মানছেন না বিহার পুলিশ, সুশান্ত তদন্তে এবার পাল্টা অভিযোগ বিএমসি-র

কড়া টক্করে সামিল এবার মুম্বই পুলিশ ও বিহার পুলিশ। ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই গোটা দেশ জুড়ে শুরু হয় বলিউডের অন্দরমহল ঘিরে আলোড়ণ। একের পর এক অভিযোগ উঠে আসে নেট দুনিয়ায়। 

Jayita Chandra | Published : Aug 3, 2020 9:38 AM IST / Updated: Aug 03 2020, 03:10 PM IST

18
সঠিক গাইডলাইন মানছেন না বিহার পুলিশ,  সুশান্ত তদন্তে এবার পাল্টা অভিযোগ বিএমসি-র

২ অগাস্ট মুম্বইতে পৌঁচ্ছে ছিলেন বিহার পুলিশের আইপিএস অফিসার বিনয় তিওয়ারি পৌঁচ্ছে গিয়েছিলেন মুম্বইতে। 

28

সেখানে থেকেই তড়িঘড়ি তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কোয়ারেন্টাইনে। এরপরই শুরু হয় জল্পনা। আগের ৬৮ সদস্যের কোয়ারেন্টাইন হল না কেন!

38

প্রশ্নের উত্তরে এবার মুখ খুলল বিএমসি। তাদের মতে, তাঁদের জানানো হয়েছিল যে দু তিন দিনের জন্য বিষয় ক্ষতিয়ে দেখতে যাচ্ছে এই দল। 

48

কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি। তাঁরা বিমান বন্দরে নেমেই একের পর এক এজেন্সিকে ভুল তথ্য দিচ্ছেন। যা থেকে বিঙ্রান্তির সৃষ্টি হচ্ছে। 

58

পাশাপাশি বিএমসি আরও অভিযোগ তোলে, যে তাঁরা সঠিক গাইডলাইন মেনে চলছেন না। সকলের সঙ্গে দেখা করছেন কথা বলছেন। যা বিপদ জনক।

68

রাজ্যের গাইডলাইন অনুযায়ী তাঁদের থাকতে হবে কোয়ারেন্টাইনে। ২৫ মে মহারাষ্ট্রে এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হয়। তাঁদের দেহে থাকতে পারে উপসর্গ। যা থেকে ছড়িয়ে পড়তে পারে ভাইরাস, ফলে সব দিকে নজর রাখতে হবে। 

78

যদি রাজ্য থেকে আক্রান্ত হয়ে তাঁরা নাও আসেন তাহলেও বিমান পরিষেবা নেওয়ার জন্যও সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু সেই দিকে নজর নেই বিহার পুলিশের। 

88

নিয়ম সকলের জন্যই সমান। এমনটাই জানান হল বিএমসি-র পক্ষ থেকে, বর্তমানে বিনয় তিওয়ারিকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos