বিছানায় ফেলে চুম্বন থেকে একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক, লিপলকে কি 'পিএইচডি' করেছেন রণবীর

Published : Jun 03, 2021, 10:11 AM IST

বলিউডে  প্রথম সারির অভিনেতা হিসেবে রীতিমতো গো বি-টাউনে দাপিয়ে বেড়াচ্ছেন রণবীর সিং। 'ভার্জিনিটি লস থেকে সঙ্গম' যেন জলভাত রণবীরের কাছে। একাধিক নারীসঙ্গ উপভোগ করা রণবীরের প্রেমিকার সংখ্যাও ছিল অনেক। সকলের সঙ্গে গাঢ় চুম্বনে লিপ্ত হয়েছেন রণবীর। কখনও বিয়ের আগে ২৩ বার চুমু, আবার কখন বিছানায় ফেলে চুম্বন, আবার সকলের সামনে প্রকাশ্যে সহকর্মীকে চুম্বন। একাধিকবার চুম্বনে লিপ্ত রণবীরকে দেখে নেটিজেনদের প্রশ্ন লিপলকে কি পিএইচডি করেছেন রণবীর। রণবীর সিং-এর ঘনিষ্ঠ চুম্বনই নেটদুনিয়ার হটকেক।

PREV
111
বিছানায় ফেলে চুম্বন থেকে একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক, লিপলকে কি 'পিএইচডি' করেছেন রণবীর

কখনও বিয়ের আগে ২৩ বার চুমু, আবার কখন বিছানায় ফেলে চুম্বন, আবার সকলের সামনে প্রকাশ্যে সহকর্মীকে চুম্বন। সকলের সঙ্গে গাঢ় চুম্বনে লিপ্ত হয়েছেন রণবীর।

 

211

 একাধিকবার চুম্বনে লিপ্ত রণবীরকে দেখে নেটিজেনদের প্রশ্ন লিপলকে কি পিএইচডি করেছেন রণবীর। রণবীর সিং-এর ঘনিষ্ঠ চুম্বনই নেটদুনিয়ার হটকেক।

311

 রণবীর সিংয়ের সঙ্গে অনুষ্কার প্রেম সকলেরই জানা। প্রেমে পাগল ছিলেন একসময়। 'ব্যান্ড বাজা বরাত' ছবি থেকেই  প্রেমের শুরু। তবে ছবি মুক্তির পরই ব্রেক আপ। 

411
511

রণবীর সিংয়ের সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে ঝড় তুলেছেন অনুষ্কা শর্মা। তবে বিছানায় ফেলে অনুষ্কাকে চুম্বন,শয্য়াদৃশ্যের অন্তরঙ্গতার ঝড় তোলা রণবীর একপ্রকার নিজেকে সামলেও নিয়েছিলেন।

611


অনুষ্কাকে নিয়ে একটু বেশিই পজেসিভ ছিলেন রণবীর। তবে দুজনেই অনস্ক্রিন ও অফস্ক্রিন কেমিস্ট্রি পছন্দ ছিল দর্শকদের।

711

যদিও এসব এখন অতীত। বর্তমানে দুজনেই চুটিয়ে সংসার করছেন। অনুষ্কার ছোট্ট মেয়ে ভামিকাকে নিয়েই ব্যস্ত অনুষ্কা। অন্যদিকে দীপিকার সঙ্গে দিব্যি রয়েছেন রণবীর সিং।

811

একাধিকবার স্ত্রী দীপিকাকেও ঘনিষ্ঠ চুম্বন করতে দেখা গেছে রণবীরকে। ঝড়ের গতিতে সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

911

 তবে শুধু দীপিকাই নয়, বলিউডের খিলজিকে সহকর্মীর সঙ্গে লিপলক করতে দেখা গেছে।  তাও আবার প্রকাশ্যে। ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনদের নজর কেড়েছিল।

1011

আপকামিং ছবি '৮৩'-র সকলেই টিম বাসে ছিলেন।সেখানেই সকলের সামনে যতীন নামের একজন কো-স্টারেক সটান টেনে চুমু খান রণবীর। এমনকী চুম্বনরত অবস্থায় 'বহত ধামাকদার' বলে তকমা পেয়েছেন রণবীর।

1111

ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। এবং কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

click me!

Recommended Stories