কোটি টাকা মূল্যের সখের গাড়ি জলের দরে বিক্রি করছেন অমিতাভ, কারণ জানলে অবাক হবেন

সম্প্রতি ভারতে লঞ্চ করেছে এস ক্লাস মার্সিডিজ বেঞ্জ।এবং সদ্যই সেই বিলাসবহুল এস ক্লাস মার্সিডিজ বেঞ্জ কিনেছেন বিগ বি। । গাড়িটির দাম প্রায় ১ কোটি ৩৮ লক্ষ টাকা। কিছুদিন আগেই  সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে অমিতাভের নতুন গাড়ির ছবি। সূত্র থেকে জানা গেছে, নয়া গাড়ি কেনার পরই পুরোনো সখের গাড়ি বিক্রি করতে চলেছেন অমিতাভ বচ্চন,যার মূল্য কোটি টাকা।  কোটি টাকা মূল্যের প্রিয় গাড়ি  একবারে জলের দরে কেন বিক্রি করছেন অমিতাভ, কারণ জানলে অবাক হবেন।

Riya Das | Published : Sep 8, 2020 5:45 AM IST / Updated: Sep 08 2020, 11:17 AM IST
19
কোটি টাকা মূল্যের সখের গাড়ি জলের দরে বিক্রি করছেন অমিতাভ, কারণ জানলে অবাক হবেন

করোনাকে হারিয়ে সদ্যই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অমিতাভ বচ্চন। বাড়িতে ফিরেই  ফের কেবিসি-র শুটিং শুরু করেছেন বলিউডের শাহেনশা। 

29

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের গাড়ির তালিকাটি বেশ দীর্ঘ। সম্প্রতি সেই তালিকায় নয়া সংযোজন এস ক্লাস মার্সিডিজ বেঞ্জ। সদ্যই ভারতে লঞ্চ করেছে মার্সিডিজের এই নয়া রেঞ্জ।

39


 গাড়িটির দাম প্রায় ১ কোটি ৩৮ লক্ষ টাকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে অমিতাভের নতুন গাড়ির ছবি।

49

অমিতাভ বচ্চনের  গাড়ির তালিকায় বিলাসবহুল  পোর্শ কাহেন রয়েছে।  অমিতাভ ও অভিষেক বচ্চনকে বেশ কয়েকবারই এই গাড়িতে দেখা গেছে।

59

সাদা রঙের বিলাসবহুল গাড়িটি ২০০৬ সালে  তারা কিনেছিলেন। গাড়িটি ১৪ বছরের পুরোনো।

69


গাড়িটি মাত্র ৩৭০০ কিলোমিটার পর্যন্ত চলেছে। গাড়িটিতে তেমন কোন স্ক্র্যাচের দাগও নেই। তবে কেন এত দামি  গাড়িটি তিনি জলের দরে বিক্রি করছেন।

79

বিক্রির কারণ শুনলে সকলেই অবাক হবেন। গাড়িটি যেহেতু ১৪ বছরের পুরোনো সেই কারণেই অমিতাভ এটি বিক্রি করে দিচ্ছেন।

89

কোটি কোটি টাকা মূল্যের এই গাড়িটি মাত্র ৩০ লক্ষ টাকায় বিক্রি করে দিচ্ছেন অমিতাভ।

99


অমিতাভের গ্যারেজেও প্রচুর বিলাসবহুল গাড়ি রয়েছে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos