প্রথম 'কেমোথেরাপি' সফল সঞ্জয়ের, দ্বিতীয় পর্যায় শুরু চলতি সপ্তাহেই, কেমন আছেন সঞ্জু

মারণ ভাইরাস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলি অভিনেতা সঞ্জয় দত্ত। স্টেজ ফোর-এ রয়েছে ফুসফুসের ক্যান্সার। সকলেই তার শরীর খারাপের খবরে উদ্বিগ্ন। সম্প্রতি সূত্র থেকে জানা গেছে, প্রথম  কেমোথেরাপি সফল হয়েছে অভিনেতা সঞ্জয়ের। আগামী সপ্তাহেই দ্বিতীয় কেমোথেরাপি শুরু করবেন অভিনেতা। বর্তমানে কেমন আছেন বলিউডের মুন্নাভাই।

Riya Das | Published : Sep 7, 2020 7:36 AM IST / Updated: Sep 07 2020, 01:10 PM IST

19
প্রথম 'কেমোথেরাপি' সফল সঞ্জয়ের, দ্বিতীয় পর্যায় শুরু চলতি সপ্তাহেই, কেমন আছেন সঞ্জু

৬১ বছর বয়সী বলি অভিনেতা সঞ্জয় দত্ত স্টেজ ফোর ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। তার অসুস্থতার খবরে সকলেই চিন্তিত। সকল ভক্তরাই তার দ্রুত সুস্থতার কামনা করেছেন। 

29

সম্প্রতি  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথম  কেমোথেরাপি সফল হয়েছে অভিনেতা সঞ্জয়ের। আগামী সপ্তাহেই দ্বিতীয় কেমোথেরাপি শুরু করবেন অভিনেতা। 

39

বর্তমানে কেমন আছেন অভিনেতা।  এই জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। 

49

গত সপ্তাহেই প্রথম কেমোথেরাপি হয়েছে সঞ্জয় দত্তের। এবং তা ভালমতোই সফল হয়েছে। এই সপ্তাহেই মঙ্গল অথবা বিধবার দ্বিতীয় পর্যায়ের কেমোথেরাপি শুরু হবে।

59

গত সপ্তাহেই প্রথম কেমোথেরাপি হয়েছে সঞ্জয় দত্তের। এবং তা ভালমতোই সফল হয়েছে। এই সপ্তাহেই মঙ্গল অথবা বিধবার দ্বিতীয় পর্যায়ের কেমোথেরাপি শুরু হবে।

69

তবে সঞ্জয়ের শারীরিক পরিস্থিতি দেখেই তারপর সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

 

79

 লাং ক্যান্সারে চিকিৎসার জন্য আমেরিকায় স্লোয়ান কেটেরিং ক্যান্সার হাসপাতালে  যাওয়ার কথা ছিল সঞ্জয় দত্তের। কারণ তার মা নার্গিসেরও সেইখানেই চিকিৎসা হয়েছিল। সঞ্জয় দত্তের মা নার্গিস প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কিন্তু আপাতত আমেরিকায় যাচ্ছেন না সঞ্জু।

89

হাসপাতাল সূত্রে সঞ্জয় দত্তের স্বাস্থ্য সম্পর্কিত আপডেট থেকে জানা গেছে, সঞ্জয় আমেরিকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তিনি নিজেই এখন বিদেশ যাওয়ার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন।

99

সূত্র থেকে আরও জানা গেছে, মু্ম্বইয়ের চিকিৎসকরা তাকে যে ট্রিটমেন্টের কথা বলেছেন আমেরিকার চিকিৎসকরাও তেমনটাই বলেছেন। সেই কারণেই তিনি মুম্বইতেই এই মারণ রোগের চিকিৎসা করাবেন।

Share this Photo Gallery
click me!
Recommended Photos