যৌন জীবনে তার ফেভারিট পজিশন কী, খোলসা করেছিলেন আলিয়া

বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে বি-টাউনে বেশ নাম-ডাক রয়েছে আলিয়া ভাট। বরাবরই স্পষ্ট ভাষায় কথা বলতে ভালবাসেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ব্যক্তিগত বিষয়ে মুখ খুলে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে নিজের পছন্দের যৌনঅবস্থান সম্পর্কে মুখ খুলেছিলেন আলিয়া। যা প্রকাশ্যে আসা মাত্রই পেজ-থ্রির শিরোনামে চলে এসেছেন অভিনেত্রী।

Riya Das | Published : May 4, 2020 9:48 AM
110
যৌন জীবনে তার ফেভারিট পজিশন কী, খোলসা করেছিলেন আলিয়া

সালটা ২০১২। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিতে বলিউডে ডেবিউ করেন আলিয়া ভাট।

210

প্রথম ছবিতেই দুই নবাগতর সঙ্গে ফাটিয়ে অভিনয় করে দর্শকমন জিতে নিয়েছিলেন অভিনেত্রী।

310

কেরিয়ার যখন মধ্যগগণে তখন নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলেছিলেন আলিয়া।

410

একাধিক সম্পর্কে জড়িয়ে বরাবরই  লাইমলাইটের শীর্ষে থাকতেন আলিয়া।

510

সম্প্রতি  এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, তার প্রিয় যৌন অবস্থান। যা প্রকাশ্যে আসা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

610

আলিয়া জানিয়েছিলেন তার  প্রিয় যৌন অবস্থান হল 'ক্লাসিক মিশনারি'।

710

 কারণ হিসেবে এও বলেছিলেন সন্ন্যাসিনীর যেভাবে সহজ সরল জীবন-যাপন করে। তিনিও যৌনজীবনটাকে তেমন ভাবেই উপলব্ধি করেন। কারণ তিনিও একজন সহজ-সরল মানুষ।

810

অভিনয়ের শুরু থেকে অনেকের সঙ্গে সম্পর্কেই নাম জড়িয়েছে আলিয়ার কিন্তু বর্তমানে পাকাপাকিভাবেই বলি অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে রয়েছেন।

910

 বহুদিন ধরেই বি-টাউনে এই নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। হোম কোয়ারেন্টাইনে  দুজনেই একসঙ্গে লিভ-ইন করছেন বলে সূত্র থেকে জানা গেছে। এই করোনায় নাকি তাদের ফের একসঙ্গে আরও কাছাকাছি এনে দিয়েছে। 

1010

সদ্যই প্রয়াত হয়েছেন রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর। সর্বদাই বয়ফ্রেন্ডের পাশে রয়েছেন আলিয়া।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos