ড্রাগ চ্যাটের মূল পান্ডা ছিলেন দীপিকা, হোয়াটসঅ্যাপ গ্রুপের নয়া তথ্য NCB-র হাতে

Published : Sep 25, 2020, 06:58 PM IST

বলিউডের সঙ্গে মাদকযোগ নিয়ে জোর জলঘোলা শুরু  হয়েছে। সুশান্তের মৃত্যু মামলা খতিয়ে দেখতে তদন্তভার নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি জেরায় বলিউডের বড়  বড় রাঘববোয়ালদের নামও ফাঁস করেছেন রিয়া চক্রবর্তী । বড়সড় মাদকচক্রে উঠে এসেছে দীপিকা পাড়ুকোনের নাম । ইতিমধ্যেই মুম্বই এসেছেন দীপিকা। সূত্র থেকে জানা গেছে, মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন স্বয়ং দীপিকা পাড়ুকোন। এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে অভিনেত্রীর ম্যানেজার করিশ্মা।

PREV
19
ড্রাগ চ্যাটের মূল পান্ডা ছিলেন দীপিকা, হোয়াটসঅ্যাপ গ্রুপের নয়া তথ্য NCB-র হাতে

ফের বিপাকে বলিউডের টপমোস্ট অভিনেত্রী। প্রায় ৩ বছরের পুরোনো চ্যাট থেকেই দীপিকার সঙ্গেই মাদকযোগের হদিশ পেয়েছে এনসিবি। সম্প্রতি নয়া তথ্য প্রকাশ্যে এসেছে, যা নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।
 

29


আজই  এনসিবি-র মুখোমুখি হয়েছেন দীপিকার ম্যানেজার করিশ্মা। এনসিবি-র জেরাতেই দীপিকার এই তথ্য প্রকাশ্যে এসেছে।

39

ড্রাগ চ্যাট হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা পাড়ুকোন।  তিনিই এই কথা স্বীকার করে নিয়েছেন।

49

সূত্র থেকে জানা গেছে, মাদক সংক্রান্ত যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল তাতে করিশ্মা প্রকাশ, জয়া সাহা ও দীপিকা পাড়ুকোন ছিল। এবং সেই গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা।

59

কিছুদিন আগেই দীপিকা ও করিশ্মার মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ প্রকাশ্যে আসে। যেখানে হাশ নিয়ে কথাবার্তা উঠে এসেছে।

69

আজই  এনসিবি-র মুখোমুখি হয়েছেন অভিনেত্রী রকুল প্রীত সিং। ২০১৮ সালে মাদক সংক্রান্ত বিষয়ের কথা স্বীকারও করে নিয়েছেন রকুল।

79

আগামীকালই এনসিবি জেরায় পড়তে চলেছেন দীপিকা পাড়ুকোন। এরই মধ্যে সরাসরি মাদকচক্রের সঙ্গে যোগ মিলল দীপিকার।

89


তিন বছরের পুরোনা চ্যাট থেকেই মাদকচক্রের হদিশ পেয়েছে এনসিবি। সূত্র থেকে জানা গেছে, ২০১৭ সালের ২৮ অক্টোবর পানশালার হ্যালোইন পার্টিতে উপস্থিত হন দীপিকা পাড়ুকোন।পার্টিতে হাজির হওয়ার আগে হোয়াটসঅ্যাপে  ম্যানেজার করিশ্মা প্রকাশের কাছে হ্যাশের খোঁজ করেন দীপিকা।
 

99

দীপিকা ছাড়াও বলিউডের আরও  এ-লিস্টারদের নামও বেরিয়ে আসছে।

click me!

Recommended Stories