শরীর দেখিয়েই বলিউডে জায়গা করেছিলেন কঙ্গনা, Hot সেক্সি Diva থেকে কীভাবে পাক্কা অভিনেত্রী হলেন কুইন

কঙ্গনা রানাওয়াত মানেই কন্ট্রোভার্সি। বিতর্ক যেন কখনওই তার পিছু ছাড়ছে না । একের পর এক নয়া বিতর্কে বারেবারেই শিরোনামে উঠে আসছেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। তবে এবার আর কোনও বিতর্ক নয়, শীতের উষ্ণতায় নিজেকে আরও হট অবতারে মেলে ধরেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রতিটি ছবিতেই উষ্ণতার পারদ চড়চড়িয়ে বাড়ছে অভিনেত্রীর। যা দেখেই ঘাম ঝরছে নেটিজেনদের।
 

Riya Das | Published : Feb 10, 2021 5:47 AM IST / Updated: Feb 10 2021, 06:29 PM IST
110
শরীর দেখিয়েই বলিউডে জায়গা করেছিলেন কঙ্গনা,  Hot সেক্সি Diva থেকে কীভাবে পাক্কা অভিনেত্রী হলেন কুইন

বলিউডের প্রথমসারির অভিনেত্রীর মধ্যে সর্বদাই অনেকের থেকে এগিয়ে রয়েছে কঙ্গনা রানাওয়াত।

210

বলিউডে কোনও গডফাদার না থাকলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি বি-টাউনে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন।

310

ইতিমধ্যেই তিনটি জাতীয় পুরস্কার এবং ২০২০ সালে পদ্মশ্রী পুরষ্কারে সম্মানিত হয়েছেন কঙ্গনা।

410

ফ্যাশন ছবিতে নিজের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।  এই ছবির জন্যই প্রথম সাপোর্টিং অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা।

510

এছাড়াও 'তনু ওয়েডস মনু', 'কুইন'-এও তার অভিনয় দক্ষতা নজর কেড়েছিল নেটিজেনদের।

610

অভিনয় ছাড়াও ফ্যাশন নিয়ে কাটাছেড়া করতে পছন্দ করেন কঙ্গনা রানাওয়াত। 

710

বিতর্ক যেন কখনওই তার পিছু ছাড়ছে না । একের পর এক নয়া বিতর্কে বারেবারেই শিরোনামে উঠে আসেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত।

810


বলিউড কুইনের আপকামিং ছবি থালাইভির জন্য কখনও হায়দরাবাদ, কখনও চেন্নাইতে রয়েছেন বলি কুইন। 

910


অন্যদিকে একের পর এক টুইটে সকলকে বিদ্ধ করেই চলেছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন। 

1010

মাদক যোগ হোক কিংবা কৃষক আন্দোলন সবেতই সুর চড়াচ্ছেন কঙ্গনা।  
 

Share this Photo Gallery
click me!

Latest Videos