মঙ্গলবার রিপোর্ট নেগেটিভ আসতেই নিজেই ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে পাশাপশি নিন্দুকদের খোঁচা মারলেন কুইন।
411
করোনা মুক্ত হওয়ার একাধিক টিপস অভিনেত্রীর কাছে থাকলেও তা দিতে মোটেই রাজি নন কঙ্গনা। এবং এর কারণও খোলসা করে জানালেন কঙ্গনা নিজেই।
511
নিজের ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, 'নমস্কার...আমার কোভিড রিপোর্ট নেগেটিভ। কীভাবে এই মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করে শেষমেষ আমি জয়ী হলান তা বলতে চাই কিন্তু কোভিড ফ্যান ক্লাবদের কষ্ট না নিতে বলা হয়েছে আমাকে। অনেকেই আছেন যারা রেগে যান করোনাকে সম্মান না দেখালে। যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ প্রার্থনা ও শুভকামনার জন্য'।
611
গত ৮ মে করোনা ভাইরাসের কবলে পড়েছিলেন কঙ্গনা। খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে বলিমহল তথা ভক্তমহলে।
711
কিন্তু তার পোস্ট ঘিরে বিতর্ক দানা বাঁধে। কোভিডকে সাধারণ ফ্লু বলেই দাবি করেছিলেন কঙ্গনা। বিতর্ক এতটাই চরমে পৌঁছায় যে ইনস্টাগ্রামের নিয়মবিধি লঙ্ঘণ করায় সেটি ডিলিট করে দেয় ইনস্টাগ্রাম।
811
নিজের ধ্যানমগ্ন ছবি পোস্ট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন কঙ্গনা। কঙ্গনা লিখেছিলেন, বেশ কয়েকদিন ধরেই শরীর খারাপ ছিল। দুর্বল বোধ করছিলাম, চোখেও ছিল জ্বালাজ্বালা ভাব। তড়িঘড়ি কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নিলাম। এবং তারপরেই কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
911
করোনায় আক্রান্ত হয়ে কঙ্গনা আরও জানিয়েছিলেন, 'হিমাচল প্রদেশে নিজের পরিবারের কাছে যাওয়ারও পরিকল্পনা করেছিলেন কঙ্গনা রানাউতের। করোনা ভাইরাস যে শরীরে বাসা বাঁধে জমিয়ে পার্টি করতে ব্যস্ত তা প্রথম বোঝেননি অভিনেত্রী। পরে বুঝতে পেরেই ফলোয়ার্সদের জানান, শরীরে আস্তানা গড়া করোনাকে আমি নিজেই খতম করব'।
1011
পাশাপাশি কঙ্গনা বলেছিলেন, করোনাকে ভয় পাবেন না। উল্টে আপনাকেই ভয় পাবে করোনা। কঙ্গনার মতে, করোনা শুধুমাত্র একটি 'স্মল টাইম ফ্লু'।
1111
করোনা পরিস্থিতিতে এর আগেও একাধিকবার বাড়ির বাইরে মাস্ক ছাড়া দেখা গেছে অভিনেত্রীকে। এমনকী মুম্বই বিমানবন্দরেও মাস্কহীন অবস্থাতে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছিলেন কঙ্গনা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।