ফের শিরোনামে উঠে এসেছেন মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর। বয়সে ছোট অর্জুনের সঙ্গে মালাইকার মাখোমাখো রসায়ন বারবার প্রকাশ্যে আসছে পাপাপাৎজির ক্যামেরায়। গতকাল অর্থাৎ রবিবার মায়ের বাড়িতেই প্রেমিককে নিয়ে ইস্টার উদযাপন করলেন মালাইকা। ফিনফিনে সরু ফিতের হলুদ পোশাকে সুপারহট মালাইকা যেন লাস্যময়ী। পাশে ছায়াসঙ্গী অর্জুনকে নিয়ে ছবিতে পোজ বলি ফ্যাশনিস্তার।