'নিতম্ব- বক্ষযুগল'-এর শরীরী খেলা না পসন্দ মালাইকার, অভিনেত্রী না হয়ে কী হতে চেয়েছিলেন নায়িকা

একসময়কার বিখ্যাত মডেল থেকে প্রথমসারির বলি অভিনেত্রী। কখনও স্তনযুগল উন্মুক্ত করে, অনাবৃত উরু দেখিয়ে  আবার কখনও নিতম্ব বার করে, ফ্যাশন স্টেটমেন্ট রীতিমতো ঝড় তুলছেন মালাইকা।  ৫০ -এর কোটায় পৌঁছেও সেক্সি চাবুক ফিগারে ঘায়েল সাইবারহবাসী।  তবে সেক্সি ফিগারের এই শরীরী খেলা মোটেই পছন্দ নয় মালাইকার, জানেন কি অভিনেত্রী হওয়ার আগে  কী হতে চেয়েছিলেন নায়িকা, খোদ  জানালেন বলি ফ্যাশনিস্তা মালাইকা।

Riya Das | Published : Apr 17, 2021 3:18 AM IST
18
'নিতম্ব- বক্ষযুগল'-এর শরীরী খেলা না পসন্দ মালাইকার, অভিনেত্রী  না হয়ে কী হতে চেয়েছিলেন নায়িকা


বয়স বাড়লেও তার মন ও শরীর যেন ২০-র যুবতী। ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা।
 

28

মালাইকার সেক্সি চাবুক ফিগারের নেশায় বুঁদ আট থেকে অষ্টাদশী।  জনপ্রিয় অভিনেত্রী তথা ফিটনেস গুরু হিসেবেও তাকে মানেন অনেকেই।

38


৪৭-এর মালাইকাকে বডি ফিটনেসে টেক্কা দেওয়া মুশকিল। সেক্সি ফিগার ধরে রাখতে নিয়মিত যোগাভ্যাসও করেন অভিনেত্রী।
 

48


সেক্সি ফিগারের এই শরীরী খেলা মোটেই পছন্দ নয় মালাইকার, জানেন কি অভিনেত্রী হওয়ার আগে  কী হতে চেয়েছিলেন নায়িকা, খোদ  জানালেন বলি ফ্যাশনিস্তা মালাইকা।

58

 লাইট-ক্যামেরা-অ্যাকশন, গ্ল্যামারের ঝলকানির আগে শিক্ষিকা হতে চেয়েছিলেন মালাইকা। মনোবিজ্ঞান ছিল নায়িকা পছন্দের বিষয়।

68


মনোবিজ্ঞান এতটাই পছন্দের ছিল যে খুব সহজেই মানুষের মন ও শরীরের ভাষা বুঝতে সিদ্ধহস্ত মালাইকা।

78


তবে শিক্ষিকা আর হয়ে ওঠা হয়নি মালাইকার, শেষমেষ টিনসেন টাউনে  নিজের জায়গা পাকিয়ে নেন মালাইকা।

88

 হট ফোটোশ্যুটের জন্য নেটিজেনদের নজর কেড়েছেন বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos