কালো বিকিনিতে 'সেক্সিয়েস্ট'-এর তকমা, নেটদুনিয়ায় আগুন ধরালেন 'বঙ্গতনয়া'

বলিউডের প্রথমসারিতে ইতিমধ্যেই নিজের নাম পাকিয়ে নিয়েছেন মৌনি রায়। হট মুভসে অভিনেত্রী দেখেই চোখ কপালে নেটিজেনদের। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কালো বিকিনিতে ঝড় তুলেছেন অভিনেত্রী। এর পাশাপাশি পুরোনো নস্টালজিয়াতেও ডুব দিয়েছেন বাঙালি কন্যা মৌনি রায়। উষ্ণ ছবিগুলি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। একনজরে দেখে নিন ছবিগুলি।

Riya Das | Published : Sep 8, 2020 5:06 AM IST
19
কালো বিকিনিতে 'সেক্সিয়েস্ট'-এর তকমা, নেটদুনিয়ায় আগুন ধরালেন 'বঙ্গতনয়া'

টেলি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন বলি অভিনেত্রী মৌনি রায়। একতা কাপুরের ফ্যান্টাসি ড্রামা 'নাগিন'-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী। 

29

তার ছবি দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন ভক্তেরা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে উষ্ণ ছবি শেয়ার করে ভক্তদের ঘুম উড়িয়েছেন অভিনেত্রী। 

39

সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভক্তদের ধরে রাখতে হয়, তাতে বেশ সিদ্ধহস্ত মৌনি। সম্প্রতি কালো বিকিনিতে ছবি পোস্ট করে নেটদুনিয়ায় উত্তাপ বাড়াচ্ছেন মৌনি রায়। যা সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ট্রেন্ডিং।

49


সুইমিং পুলের নীল জলের মধ্যে কালো বিকিনিতে তিনি ফিটনেস গোল দিচ্ছেন। ছিপছিপে চেহারায় মৌনিকে দেখে ঘুম উড়েছে নেটিজেনদের।

59


মৌনির এই ছবিতে নেটিজেনরাও তাদের মন্তব্য প্রকাশ করেছেন। একজন লিখেছেন বিউটিফুল মারমেইড। আবার অন্যজন লিখেছেন বাহ কি সুন্দর।

69

এই প্রথমই নয়, আগেও ইনস্টাগ্রামে পুরোনো ছবি পোস্ট করে নস্টালজিয়ায় ফিরে যেতেন অভিনেত্রী।

79

উষ্ণ মুহূর্তের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উত্তাপ ছড়াচ্ছেন এই বঙ্গ তনয়া।

89

যত দিন যাচ্ছে বাঙালি সুন্দরীর কেরিয়ার গ্রাফটাও যেন উপরের দিকে উঠছে।

99

ছবিগুলি প্রকাশ্যে আসতেই লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

Share this Photo Gallery
click me!

Latest Videos