'Quad Biking' করার সময় অবশ্যই পড়ুন এই বিশেষ 'অন্তর্বাস', দুবাই থেকে বার্তা রকস্টার অভিনেত্রীর

সালটা ২০১১। বলিউড অভিনেতা রণবীর কাপুরের বিপরীতে রকস্টার ছবিতে তার অভিনয় সকলকে মুগ্ধ করেছিল।  প্রথম ছবিতে বেস্ট ডেবিউ নায়িকা হিসেবে জিতেও নিয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তারপর থেকেই সেভাবে আর কোনও ছবিতে দেখা যায়নি নার্গিসকে, বিশেষ করে আইটেম সং-এ নজর কেড়েছেন নার্গিস। সম্প্রতি দুবাইতে ছুটির আমেজে রয়েছেন অভিনেত্রী। এবং সেখান থেকে মহিলাদের অন্তর্বাস নিয়ে বার্তা দিলেন রকস্টার অভিনেত্রী।
 

Riya Das | Published : Jan 13, 2021 10:15 AM
19
'Quad Biking' করার সময় অবশ্যই পড়ুন এই বিশেষ 'অন্তর্বাস',  দুবাই থেকে বার্তা রকস্টার অভিনেত্রীর


বলিউড অভিনেতা রণবীর কাপুরের বিপরীতে রকস্টার ছবিতে নার্গিস ফকরির অভিনয় সকলকে মুগ্ধ করেছিল।

29

শরীরী প্রদর্শনে কে কাকে টেক্কা দেবে এই নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সাহসী ফোটোশুটে নজর কেড়েছেন রকস্টার অভিনেত্রী নার্গিস ফকরি।

39

সম্প্রতি ছুটির আমেজে রয়েছেন নার্গিস ফকরি। মরুশহর দুবাইতে চুটিয়ে মজা করছেন রকস্টার অভিনেত্রী।
 

49

দুবাইতে ছুটি কাটাতে গিয়েই মহিলাদের অন্তর্বাস নিয়ে গুরুত্বপূর্ণ টিপস দিলেনন নার্গিস।

59


স্কোয়াড রাইডিও করতেও দেখা গেছে নার্গিসকে। সঙ্গে ছিলেন তার বিশেষ বন্ধু।

69


সেখান থেকেই মহিলাদের জন্য বার্তা দিলেন নার্গিস।

79


অভিনেত্রী জানিয়েছেন, মহিলাদের এই বিশেষ কাজেই স্পোর্টস ব্রা অবশ্যই পরা উচিত। এই মন্তব্য করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নার্গিস।

89

একাধিক কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। অভিনেত্রী সঙ্গে মজার ছলেও নেটিজেনরা কমেন্টে জানিয়েছেন, করোনা থেকে বাঁচতেও এমন অন্তর্বাস ব্যবহার করেন তারা।
 

99


দুবাইয়ে বিশেষ বন্ধুর সঙ্গে ব়োম্যান্টিক মুহূর্তের একের পর এক ছবি শেয়ার করছেন নার্গিস। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos