এবার করোনা ভাইরাসের কবলে ফিটনেস ফ্রিক শিল্পা শেট্টির গোটা পরিবার। শিল্পার স্বামী রাজ কুন্দ্রা থেকে, মা, শ্বশুর-শাশুড়ি সকলেই আক্রান্ত মারণ ভাইরাসে।
এমনকী ছোট্ট একরত্তি মেয়ে সামিশা ও ছেলে বিয়ানও করোনায় আক্রান্ত। তবে একমাত্র শিল্পা শেট্টির রিপোর্ট নেগেটিভ এসেছে।
শিল্পা নিজেই ইনস্টাগ্রামে গোটা পরিবারের কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে বলিমহল তথা ভক্তমহলে।
শিল্পা জানিয়েছেন গত ১০ দিন ধরে আমাদের পরিবার খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। আমি বাদে পরিবারের সকলেই করোনায় আক্রান্ত ।
ডাক্তারের পরামর্শ মেনে, এবং সরকারি কোভিডবিধি মেনে প্রত্যেকেই হোম আইসোলেশনে আছে। এছাড়াও বাড়ির ২ জন কর্মচারীও করোনায় আক্রান্ত।
সকলেই চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন এবং আগের তুলনায় অনেকটাই ভাল আছেন এবং খুব শীঘ্রই তারা সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছেন শিল্পা।
এর পাশাপাশি শিল্পা জানিয়েছেন, মাস্ক পরা, পাশাপাশি দূরত্ব বজায় রাখা এবং সকলকেই কোভিড বিধি মেন চলার আবেদনও জানিয়েছন শিল্পা।
Riya Das