ভিকি কৌশল (VIcky Kaushal)- ২০২১ সালে ভিকির (VIcky Kaushal) জীবনের পালা বদল, প্রেমিকা ক্যাটরিনাকে বিয়ের পাশাপাশি তিনি এই বছর করেছেন নিজের স্বপ্নপূরণ। তাঁর পছন্দের গাড়ি রেঞ্জ রোভার ভোগ এসই (Range Rover Vogue SE) কালেকশন ঘরে নিয়ে এসেছেন ভিকি। এই দামী বিলাসবহুল গাড়িতেই বর্তমানে দেখা যাচ্ছে ভিকি কৌশলকে।